Malda Kali Puja: রশির টানেই বিসর্জন ৪২ ফুট কালীপ্রতিমার, অবাক নিরঞ্জন দেখতে ভক্তের ঢল
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Malda Kali Puja: অল্প দূর নয়, মন্দির থেকে প্রায় ছয়শো মিটার দূরে এই ভাবেই ৪২ ফিটের মূর্তি নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়।
হরষিত সিংহ, মালদহ- কোনও চাকা লাগানো নেই, তার পরও দড়িতে টান দিতেই এগিয়ে চলেছে মা কালীর বিশাল মূর্তি। কয়েকশো ভক্ত দড়ি ধরে মা কালীর মূর্তি বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে। অল্প দূর নয়, মন্দির থেকে প্রায় ছয়শো মিটার দূরে এই ভাবেই ৪২ ফিটের কালীমূর্তি নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয় প্রতি বছর। বিসর্জন দেখতে বহু দূর দূরান্তের মানুষ ভিড় করেন এখানে। মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী বাজার সর্বজনীন কালী প্রতিমার বিসর্জন আকর্ষণীয়।
বিসর্জন দেখতে ও দড়ি টানতে বহু ভক্তের সমাগম হয়।মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী বাজার সর্বজনীন কালী প্রতিমা ৪২ ফিট উচ্চতার। মন্দিরেই তৈরি করা হয় প্রতিমা। তবে এই বিশাল প্রতিমা প্রতি বছর বিসর্জন দেওয়া হয়। তাই মজবুত করে তৈরি করা হয় প্রতিমার কাঠামো। পুজোর ১৩ দিন পর্যন্ত থাকে প্রতিমা।
আরও পড়ুন : জীবিত দিদিকে 'মৃত' দেখিয়ে সম্পত্তি হরণ ভাইয়ের
advertisement
advertisement
আরও পড়ুন : ৭৯ বছরের বৃদ্ধার দেহদানের মধ্যে দিয়েই নজির গড়ল নিউ ব্যারাকপুর হাসপাতাল
view commentsকালীপুজোকে ঘিরে ১৩ দিনব্যাপী চলে বিশাল মেলা। মালদহ জেলা ছাড়াও গৌড়বঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই মেলায়। ১৪ দিন পর বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের সময় প্রতিমার কাঠামোর দুই দিকে মোটা দড়ি বেঁধে টান দেওয়া হয়। রাস্তায় ফেলা হয় বাঁশ। কোনও চাকার প্রয়োজন হয় না। বাঁশের উপর দিয়েই প্রতিমার কাঠামো এগিয়ে যায় সামনের দিকে। রাস্তার দুই পাশের বাড়ির থেকেও প্রতিমা উঁচু। ওই অবস্থায় রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। মন্দির থেকে প্রায় ছযশো মিটার দূরে একটি জলাশয়ে বিসর্জয় দেওয়া হয় প্রতিমা। প্রতি বছরের মত এবারও কয়েক হাজার মানুষের ঢল নামে বিসর্জন দেখার। কালী প্রতিমার বিসর্জন কে ঘিরে নিরাপত্তায় মোড়া হয়েছিল গোটা এলাকা।
Location :
First Published :
November 08, 2022 4:22 PM IST