North 24 Parganas News: ৭৯ বছরের বৃদ্ধার দেহদানের মধ্যে দিয়েই নজির গড়ল নিউ ব্যারাকপুর হাসপাতাল

Last Updated:

New Barrackpore Hospital: অবিবাহিত ৭৯ বছরের মহিলার দেহ দানের মধ্যে দিয়েই নজির গড়ল নিউ বারাকপুর হাসপাতাল

+
সামাজিক

সামাজিক দায়বদ্ধতা পালনের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানানো হয় পুরসভার তরফ থেকে

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: ৭৯ বছরের অবিবাহিত মীরা চক্রবর্তীর মৃত্যুর পর করা হল দেহদান। আর সেই দেহ প্রথম সংরক্ষণ করেই নজির গড়ল নিউ ব্যারাকপুর হাসপাতাল। সামাজিক দায়বদ্ধতা পালনের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানানো হয় পুরসভার তরফ থেকে।
জানা গিয়েছে, নিউ ব্যারাকপুর পুরসভা পরিচালিত ডাঃ বি সি রায় জেনারেল হাসপাতাল ও মাতৃসদনে এদিন মীরা চক্রবর্তী দেহ সংরক্ষণ করা হয়। পরে কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহদান করা হয় বলে জানান, এই হাসপাতালের দায়িত্বে থাকা হৃষিকেশ রায়।
বারাসতের বেসরকারি একটি হাসপাতালে মারা যান ৭৯ বছরের অবিবাহিত মীরা চক্রবর্তী। পরিবার সূত্রে জানাযায়, তাঁর বাড়ি নিউ বারাকপুর পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের অশ্বিনী দত্ত রোডে। মীরা দেবী ও পরিবারের ইচ্ছানুযায়ী দেহ দান করা হয় কলকাতা আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে। গত সোমবার বিকেলে পুরসভার হাসপাতালে উদ্বোধন হয় পিস হেভেনের অনুকরণে তুষার শয্যা কক্ষের।
advertisement
advertisement
আরও পড়ুন : দরিদ্র পরিবার থেকে বিজ্ঞানের উচ্চ গবেষণায়, গ্রামের মেধাবীর নামে রাস্তার নামকরণ
এরপরই, পুরসভার হাসপাতালে এই প্রথম শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে দেহ সংরক্ষণ করা হল। চিকিৎসাশাস্ত্রের শিক্ষার কাজে দেহ ব্যবহার করা হবে বলে জানানো হয় হাসপাতালে তরফ থেকে। নিউ ব্যারাকপুর পুরসভার তুষারশয্যার চার্জ ধার্য করা হয়েছে এক হাজার টাকা। দীর্ঘদিন ধরে নিউ ব্যারাকপুর এলাকার মানুষদের দাবি ছিল পিস হাভেনের। সেই দাবি মেনেই এই নির্মাণ। মৃত মীরাদেবীর ইচ্ছা অনুযায়ী তার মৃত্যুর পর দেহ দান করে নিউ ব্যারাকপুরের মানুষের কাছে এক সামাজিক বার্তা তুলে ধরেন মৃতার পরিবার।
advertisement
আরও পড়ুন : জন্ডিস থেকে ডায়াবেটিস! এই রস-ই করবে বাজিমাত, জানুন বিশদে
মৃত্যুর আগে দেহ দান করবার অঙ্গীকারবদ্ধ ছিলেন ৭৯ বছরের অবিবাহিত অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী মীরা চক্রবর্তী। ২০২০ সালে স্বাক্ষর করেছিলেন মৃত্যুর পর হাসপাতালে দেহ দান করার।  মীরাদেবীর দেহদানের মধ্যে দিয়েই, নিউ ব্যারাকপুর পিস হেভন দেহ সংরক্ষণ করে এক অনন্য নজির গড়ে তুলল গোটা  পুর এলাকায়, এমনটাই মনে করছে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। এই পদক্ষেপের প্রশংসাও করা হচ্ছে সাধারণ মানুষের তরফ থেকে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ৭৯ বছরের বৃদ্ধার দেহদানের মধ্যে দিয়েই নজির গড়ল নিউ ব্যারাকপুর হাসপাতাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement