Jalpaiguri News: দরিদ্র পরিবার থেকে বিজ্ঞানের উচ্চ গবেষণায়, গ্রামের মেধাবীর নামে রাস্তার নামকরণ
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Jalpaiguri Village : জলপাইগুড়ি সদর ব্লকের কিছুটা দূরে প্রত্যন্ত গ্রাম দশ দরগা এলাকা। সেই গ্রামের বিগত বহু বছর ধরে রাস্তার অসুবিধা। সেই রাস্তার আজ শুভ উদ্বোধন করলো ডক্টরেট হায়দার আলী। এবং তার নামে রাস্তা তৈরি হলো।
সুরজিৎ দে, জলপাইগুড়ি : জলপাইগুড়ি সদর ব্লকের কিছুটা দূরে প্রত্যন্ত গ্রাম দশ দরগা এলাকায় ৷ সেই গ্রামের বিগত বহু বছর ধরে রাস্তার অসুবিধে৷ সেই রাস্তার আজ শুভ উদ্বোধন করলেন ডক্টরেট হায়দার আলি। এবং তাঁর নামে রাস্তা তৈরি হল। প্রায় তিন কিলোমিটার নতুন রাস্তার কাজের শিলান্যাস করতে গিয়ে নতুন চমক দিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেব নাথ৷ এই গ্রামের কৃতী ছাত্র হায়দার আলিকে সামনে রেখে নতুন রাস্তার নাম হায়দার আলি সড়ক ঘোষণা করলেন।
শিক্ষাজীবন শুরু ঘোষপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে৷ মাধ্যমিক দিয়েছেন পার্শ্ববর্তী গ্রামের মুদিপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৭ সালে এবং উচ্চ মাধ্যমিক দিয়েছেন বেলাকোবা উচ্চ মাধ্যমিক হাইস্কুল থেকে ২০০৯ সালে এবং স্নাতক কোর্স শেষ করেছে আনন্দচন্দ্র কলেজ থেকে ২০১২ সালে ৷ তার পর আইআইটি খড়্গপুর থেকে পড়াশোনা শেষ করেছেন ২০১৪ সালে । এখন তিনি ইন্ডিয়ান অ্য়াসোসিয়েশন ফর দ্য় কাল্টিভেশন অব সায়েন্স-এ তিনি গবেষণা করছেন ।
advertisement
আরও পড়ুন : ফর্টিফায়েড চালকে প্লাস্টিক চাল ভেবে বিপত্তি, গুজবে আতঙ্কিত গোটা গ্রাম
এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ডক্টরেট গ্রামের ছেলে হায়দার আলি বলেন, " খুবই ভাল লাগছে নিজের নামে রাস্তা হওয়ায়। আমার ইচ্ছে এই গ্রামে দুঃস্থ যেসব ছাত্রছাত্রী, তাদের পড়াশোনায় যেটুকু সহযোগিতা দরকার, সেটুকু করব। কারণ আমি অতটা বড় ঘরের ছেলে নই, বাবা ছিলেন কৃষক৷ ফলে গরিবের মর্ম আমি কিছুটা বুঝি । তাই এই গ্রাম থেকে নতুন প্রজন্মের ছেলেমেয়ে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হয় তাহলে আমাদের গ্রামের নাম উজ্জ্বল হবে। এবং আজ আমার নামে যে রাস্তা উদ্বোধন হল, প্রশাসনকে এতে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা ভেবে উঠতে পারিনি কখনও।"
advertisement
advertisement
আরও পড়ুন : ব্যাঙের ছাতার মত ব্যানার পোস্টার বরদাস্ত নয়, বললেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত
হায়দার আলির বাবা বলেন যে " খুব কষ্টের মধ্যে দিয়ে তাকে বড় করেছি ছেলেকে ইচ্ছে ছিল তাকে বড় জায়গায় পৌঁছাবে আমার ইচ্ছে পূরণ করেছে আমার এই মেজো ছেলে। এতে আমি খুব খুশি। এবং তার ইচ্ছে গ্রামে আট দশটা ছেলেকে মানুষের মতো মানুষ করবে সে এবং তার যতটা সহযোগিতা করতে হয়,তাকে আমি বাবা হিসেবে করব। " অপরদিকে এই নামকরণ প্রসঙ্গে দুলাল বাবু জানান, "এই গ্রামের স্কুলে পড়া, দরিদ্র দিনমজুরের ছেলে এই হায়দার, তাই ওর নামেই এই নতুন রাস্তার নাম রাখা হল।"
Location :
First Published :
November 07, 2022 1:08 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: দরিদ্র পরিবার থেকে বিজ্ঞানের উচ্চ গবেষণায়, গ্রামের মেধাবীর নামে রাস্তার নামকরণ