ব্যাঙের ছাতার মত ব্যানার পোস্টার বরদাস্ত নয়, বললেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত
- Published by:Debalina Datta
Last Updated:
তিনি মঞ্চ থেকে বলেন, বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতন আইএন টি টি ইউসির ব্যানার ব্যবহার করে এই ধরনের সংগঠন চলছিল।
#কলকাতা: ব্যাঙের ছাতার মতো আইএনটিটিইউসির ব্যানার বরদাস্ত নয়, বর্ধমানে বললেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন বর্ধমান রেল স্টেশন চত্বরে সংগঠনের একটি সভায় এই মন্তব্য করেছেন তিনি তিনি মঞ্চ থেকে বলেন, বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতন আইএন টি টি ইউসির ব্যানার ব্যবহার করে এই ধরনের সংগঠন চলছিল।
তিনি বলেন , ‘‘আমরা সিদ্ধান্ত করেছি রেল হকারদের যে কেন্দ্রীয় সংগঠন তার রেজিস্ট্রেশন হয়ে গেছে তার অ্যাফিলিয়েশন দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলা কমিটি আমরা গঠন করব। আই এন টি টি ইউ সির হোডিং ব্যবহার করে যে যেখানে খুশি আই এন টি টি ইউসির ঝান্ডা ব্যবহার করবেন, ব্যানার ব্যবহার করবেন, সেই দিন চলে গেছে। নির্দিষ্ট রেজিস্ট্রেশন থাকতে হবে। নির্দিষ্ট সময়ে রিটার্ন জমা দিতে হবে। এখন আর গো এজ উই লাইক চলবে না। জেলা কমিটির জেলা সভাপতি অনুমোদন নিয়ে আসতে হবে। আপনি অনুমোদন আনবেন তবে রাজ্য কমিটি নো অবজেকশন দিয়ে আপনাকে রিটার্ন জমা করার ব্যবস্থা করে দেবে। এই যে গো এজ ইউ লাইক, একজন লোক দুজন লোক কেউ জানে না। আই এন টি টি ইউ সির রাজ্য দফতর জানে না। নিজেদের মত আই এন টি টি ইউসির হোডিং লাগিয়ে ব্যানার লাগিয়ে ট্রেড ইউনিয়ন করবেন এটা হবে না। শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রাখতে হবে।’’
advertisement
advertisement
তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন হয় ট্রেড ইউনিয়ন করুন,নয় ঠিকাদারি করুন। ঠিকাদারিও করবেন আবার ট্রেড ইউনিয়নের নেতাও হবেন দুটো একসাথে হবে না। আমি পরিষ্কার করে নেতৃত্বের নির্দেশে বলছি যে, আই এন টি টি ইউ সির ঝান্ডা ব্যবহার করতে চান, আই এন টি টি ইউসির ব্যানার ব্যবহার করতে চান, রেজিস্ট্রেশন থাকতে হবে। অ্যাফিলিয়েশন থাকতে হবে। রিটার্ন জমা দিতে হবে। গো অ্যাজ ইউ লাইক এর মতন যা খুশি তাই করে যাবেন আর তা বরদাস্ত করা হবে না। জেলার অনুমোদন না থাকলে কোনও আই এন টি টি ইউ সি ইউনিয়নকে রাজ্য অনুমোদন দেবে না।’’
advertisement
Saradindu Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 07, 2022 8:13 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ব্যাঙের ছাতার মত ব্যানার পোস্টার বরদাস্ত নয়, বললেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত