ফর্টিফায়েড চালকে প্লাস্টিক চাল ভেবে বিপত্তি, গুজবে আতঙ্কিত গোটা গ্রাম
- Published by:Sudip Paul
Last Updated:
রেশনের ফর্টিফায়েড চালকে প্লাস্টিক চাল ভেবে আতঙ্কিত দক্ষিণ ২৪ পরগনা পঞ্চানন গ্রাম। পরে জানা যায় ওই চালে কোনও ভয়ের কিছু নেই।
#দক্ষিণ ২৪ পরগনা: রেশন থেকে দেওয়া সরকারের ফর্টিফায়েড চালকে প্লাস্টিক চাল ভেবে বিপত্তি। গ্রাম জুড়ে গুজব ছড়িয়ে পড়ে চিনা প্লাস্টিক চালের। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। অনেকে ভয়ে রান্নাও বন্ধ করে দেন। গ্রামবাসীরা গিয়ে কার্যত ক্ষোভ উগড়ে দেন রেশন ডিলারের কাছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার পঞ্চানন গ্রাম পঞ্চায়েত এলাকায়। পড়ে জানা যায় ওই চাল আসলে ভিটামিন বি১২ যুক্ত ফর্টিফায়েড চাল।
ঘটনার সূত্রপাত স্থানীয় কয়েক জন ব্যক্তির সন্দেহকে ঘিরে। রেশন থেকে বাড়িতে চাল নিয়ে গিয়ে দেখেন, চালের মধ্যে বেশ কিছু চালের দানা রয়েছে যেগুলো অন্যরকম। চাল ধোয়ার সময় জলে দিলেই সেগুলি ভেসে উঠছে। গ্রামের অন্যান্য রেশন গ্রাহকদের মধ্যেও একই সন্দেহ দেখা দেয়। সকলেই ভেবে বসেন ওই চাল আসলে চিনা প্লাস্টিক চাল। গুজব ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। রেশন ডিলরও কোনও সদুত্তর দিতে পারেননি। জানান, ডিস্ট্রিবিউটার যে চাল পাঠায় তিনি তাই দিয়ে থাকেন।
advertisement
advertisement
পরে জানা যায়, ওই চাল আসলে সরকারের দেওয়া ফর্টিফায়েড চাল। এই চালের মধ্যে ভিটামিন বি১২ রয়েছে। ফরটিফায়েড চালের ভাত খেলে শরীরে আয়রন, রক্তশূন্যতা স্নায়ুতন্ত্রকে ঠিক করে। এছাড়া চালের মধ্যে ফলিক এসিড রয়েছে, যা মায়েদের শরীরে ভ্রুনের বিকাশকে সাহায্য করবে। খাদ্য আধিকারিকদের বক্তব্য, এই চাল নিঃসন্দেহে শরীরের পক্ষে ভালো। কোনো আতঙ্কের বিষয় নেই।
advertisement
SHANKU SANTRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2022 8:54 PM IST