TRENDING:

Jalpaiguri News: দীর্ঘ কয়েক দশক ধরে জলকষ্টে ভুগছে কাঠালগুড়ি চা বাগানের মানুষ,নির্বিকার প্রশাসন 

Last Updated:

Jalpaiguri News: দীর্ঘ কয়েক দশক ধরে জলকষ্টে কাঠালগুড়ি চা বাগানের হাজার হাজার মানুষ। প্রাণ ভরে জল পানের জন্য প্রহর গুনছে তারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: দীর্ঘ কয়েক দশক ধরে তৃষ্ণার্ত কাঠালগুড়ি চা বাগানের হাজার হাজার মানুষ। প্রাণ ভরে জল পানের জন্য প্রহর গুনছে তারা।জলপাইগুড়ি জেলার এক প্রান্ত তথা ভারতের শেষ সীমানা,বানারহাট থানার অন্তর্গত কাঠালগুড়ি চা বাগান, যার পরেই মাথা তুলে দাঁড়িয়ে ভুটান দেশের সবুজ পাহাড়, নিচ দিয়ে বয়ে চলছে চামুরচি নদী।
advertisement

এক সময় বাঙালি চা শিল্পপতিদের হাতে থাকা এই কাঠালগুড়ি চা বাগান রুগ্ন হতে হতে বন্ধ হয়ে যায় ,করোনা কাল মিলিয়ে প্রায় দশ বছর পর নতুন মালিকের হাত ধরে আবার শুরু হয় শুধুই চা পাতা তোলার কাজ ,কারণ কালের পরিহাসে বাগানের নিজস্ব চা কারখানাটি আজ নিশ্চিহ্ন।তবুও একে বারে অনাহারে থাকার চেয়ে বর্তমানে এক বেলা খাবারের জোগাড় তো হয়েছে এই চা বাগানের সঙ্গে যুক্ত প্রায় আট হাজার মানুষের। তবে কিছুতে যেন পিছু ছাড় ছিল না , পানীয় জলের কঠিন সংকটের মায়াজাল।অবাক হলেও সত্যি ,আজও এই চা বাগানে বসবাসকারি একটি বড় অংশের মানুষের তৃষ্ণা মেটায় সরু পাইপের মধ্যে দিয়ে আসা সেই দূরের ভুটান পাহাড়ের গা ঘেষে বয়ে চলা চামুরচি নদীর ঘোলা ডোলোমাইট মিশ্রিত জল এক সময় চা বাগান কর্তৃপক্ষ যে পানীয় জলের ব্যবস্থা করেছিল আজ তা চাহিদা মেটাতে ব্যর্থ৷

advertisement

আরও পড়ুন - Howrah News: ধুমধাম সহকারে লাগানো হচ্ছে চারাগাছ, এদিকে বড় গাছে চলছে অত্যাচার

এরপর রাজ্য সরকারের পি এইচ ই দফতর এগিয়ে এসে কিছুটা মিটিয়েছে চা বাগান শ্রমিকদের তৃষ্ণা, তিনটি টিউবওয়েল দিয়ে বর্তমানে চলছে জল সংকট মেটাবার চেষ্টা।তবে তাতেও প্রতিটি মানুষের কাছে আজও পৌঁছায় নি পানীয় জল, যা নিয়ে আন্দোলন হয়েছে ,হয়েছে বিক্ষোভ।

advertisement

View More

অবশেষে হয়তো জল পেতে চলেছে কাঠালগুড়ি চা বাগানের মানুষজন, এই প্রসঙ্গে চা শ্রমিক সংগঠনের নেতা উমেশ দর্জি জানান, , পি এইচ ই ,দফতর এখানে একটি বড় জলাধার নির্মাণ করছে যার জল ধারণ ক্ষমতা ২০০ কিউবিক মিটার।

তবে শুধুই যে স্বচ্ছ পানীয় জলের কষ্ট তাই নয়, নিত্য প্রয়োজনীয় কাজের জন্য চা বাগান থেকে প্রতিদিন মহিলাদের যেতে হয় দূরে ভুটান পাহাড়ের গায়ে। কাঠালগুড়ি চা বাগানের কর্মী জানান, পাহাড়ী ঝোড়ার জল পান করতে হয় আমাদের যাতে থাকে প্রচুর পরিমানে ডোলোমাইট, নতুন জলের ট্যাংক তৈরি হলে আমাদের এই সমস্যা মিটবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Geetasree Mukherjee

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: দীর্ঘ কয়েক দশক ধরে জলকষ্টে ভুগছে কাঠালগুড়ি চা বাগানের মানুষ,নির্বিকার প্রশাসন 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল