Howrah News: ধুমধাম সহকারে লাগানো হচ্ছে চারাগাছ, এদিকে বড় গাছে চলছে অত্যাচার
- Published by:Debalina Datta
Last Updated:
Howrah News: যত্নে লাগানো হচ্ছে চারা গাছ, গাছ বসানো কেন্দ্র করে উৎসব! এদিকে বড় গাছের উপর চলছে অত্যাচার জোর জুলুম। কোথাও ব্যানার পোস্টার কোথাও বা হোডিং লাগানো হয়েছে প্লাস্টিক দড়ি লোহার তার বা গাছের বুকে পেরেক পুঁতে লাগানো হয়েছে ব্যানার পোস্টার।
#হাওড়া: ধুমধাম সহকারে যত্নে লাগানো হচ্ছে চারা গাছ, গাছ বসানো কেন্দ্র করে উৎসব। এদিকে বড় গাছের উপর চলছে অত্যাচার জোর জুলুম। আবহাওয়া পরিবর্তন হচ্ছে। উষ্ণতা বৃদ্ধির ফলে পৃথিবীর মেরু অঞ্চলে বরফ গলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আবার খবরের শিরোনামে উঠে আসছে বড় বড় শহরে বায়ু দূষণের ঘটনা। এর কারণে পৃথিবী জুড়ে চিন্তার ভাঁজ! প্রকৃতিতে বেড়ে চলেছে দূষণের মাত্রা।
ইতিমধ্যেই সারাবিশ্ব জুড়ে দূষণ রুখতে বিভিন্ন যুগান্তকারী প্রকল্প গ্রহণ করা হয়েছে। তার মধ্যে বিশ্বের প্রায় প্রতিটি দেশ প্রকৃতিকে রক্ষা করতে নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। পরিবেশ রক্ষা করতে বিশ্ব জুড়ে চলছে সারাবছর বৃক্ষরোপন কর্মসূচী। বিশ্বজুড়ে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই একইভাবে দ্রুতগতিতে সবুজ ধ্বংস হচ্ছে। এটাই বিশ্বজুড়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
advertisement

advertisement
সেদিক গুরুত্ব রেখে পরিবেশ রক্ষা করতে প্রায় সর্বত্রই জোর কদমে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। জেলাজুড়ে ও সেই কর্মসূচি থেমে নেই পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এবং বেসরকারি উদ্যোগে সর্বত্রই বৃক্ষরোপণ কর্মসূচি। যদিও অনেকাংশেই বৃক্ষ রোপনের পর চারা বৃক্ষের যত্ন নিয়ে প্রশ্ন চিহ্ন।
advertisement
তবে বৃক্ষরোপণ জাঁকজমকপূর্ণ হলেও বড় বৃক্ষ বা বড় গাছে চলছে অত্যাচার জোর জুলুম। প্রায় সর্বত্রই বাজার হাট রাস্তার মোড়ে দেখা যায় বড় গাছের উপর কোথাও রাজনৈতিক দলের ব্যানার পোস্টার কোথাও বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হোডিং লাগানো হয়েছে দীর্ঘ মেয়াদী প্লাস্টিক দড়ি লোহার তার বা গাছের বুকে পেরেক পুঁতেলাগানো হয়েছে ব্যানার পোস্টার। এ বিষয়ে এক পরিবেশপ্রেমী জানান, গাছ উত্তেজনায় সাড়া দেয়, গাছের প্রাণ আছে ! তা বহু আগেই প্রমাণ করে দিয়েছেন আচার্য জগদীশচন্দ্র বসু। তার পরেও গাছের উপর এই অত্যাচারের ঘটনা ঘটে চলেছে অবাধে,এটা অত্যন্ত দুঃখজনক।
advertisement
RAKESH MAITY
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 17, 2022 2:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ধুমধাম সহকারে লাগানো হচ্ছে চারাগাছ, এদিকে বড় গাছে চলছে অত্যাচার