Murshidabad News: কান্দি শহরকে প্লাস্টিক মুক্ত শহর গড়তে উদ্যোগ পৌরসভার
- Published by:Debalina Datta
Last Updated:
৭৫ মাইক্রেনের কম এবং কোম্পানির ছাপ বিহীন প্লাস্টিক ব্যবহারের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে কান্দি পৌরসভা। তারই অঙ্গ হিসাবে বেআইনি প্লাস্টিক ব্যবহার করার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে।
#বহরমপুর: মুর্শিদাবাদ জেলার (Murshidabad district) কান্দি শহরকে প্লাস্টিক মুক্ত করতে পদক্ষেপ নিয়েছে পুরসভা। বৃহস্পতিবার রাতে সেই উদ্দেশ্যে বিশেষ অভিযান চালাতেই উদ্ধার হয়েছে ৭৫ মাইক্রনের কম নিষিদ্ধ প্লাস্টিক।পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) পক্ষ থেকে ইতিমধ্যেই প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ করা হয়েছে।
৭৫ মাইক্রেনের কম এবং কোম্পানির ছাপ বিহীন প্লাস্টিক ব্যবহারের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে কান্দি পৌরসভা (Kandi Municipality)। তারই অঙ্গ হিসাবে এবার নির্দিষ্ট ৭৫ মাইক্রনের কম এবং কোম্পানির ছাপবিহীন প্লাস্টিক (banned plastic) ব্যবহার করার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে। এক্ষেত্রে যারা এই নির্দেশ না মেনে প্লাস্টিক বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করছে কান্দি পৌরসভা। বৃহস্পতিবার রাতে কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটকের নেতৃত্বে কান্দি বাসস্ট্যান্ড (Kandi Bustand) সহ বাজার এলাকায় হঠাৎ-ই অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় নিষিদ্ধ পলিথিন।
advertisement
advertisement
পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানিয়েছেন, গত ২ মে থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্লাস্টিকের পাশাপাশি থার্মোকলের থালা, বাটি, গ্লাস এবং চায়ের কাপ ব্যবহারকেও সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার পরেও শহরের বিভিন্ন প্রান্তে কিছু ব্যক্তি নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করে চলেছেন। যেখানে যেখানে এই প্লাস্টিক বিক্রি করা হচ্ছে সেই সব দোকানে গিয়ে অভিযান চালানো হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। উদ্ধার হওয়া প্লাস্টিক ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
শহরকে দূষণমুক্ত সুস্থ ও স্বাভাবিক রাখতেই প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আগেই। যারা প্লাস্টিক ব্যবহার করবে তাদের বিরুদ্ধেও আগামী দিনে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পৌরসভা।
advertisement
KOUSHIK ADHIKARY
Location :
First Published :
June 17, 2022 2:23 PM IST