Jalpaiguri News: শীতের মিঠে রোদে বাড়ছে ভিড়, পর্যটকদের নতুন ঠিকানা রামসাই মেদলা টাওয়ার, কেন জানেন?
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Jalpaiguri News: শীতের রোদে হাতির স্নান, জলঢাকা নদীর সৌন্দর্য ও সবুজ অরণ্যের সমাহারে ডুয়ার্সের পর্যটন মানচিত্রে নতুন আকর্ষণ রামসাই মেদলা টাওয়ার। গরুমারা জঙ্গল সংলগ্ন এই এলাকায় হাতি, হরিণসহ নানা বন্যপ্রাণীর দেখা মিলছে, বাড়ছে পর্যটকদের আগ্রহ।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: শীতের মিঠে রোদে হস্তি স্নান দৃশ্য উপভোগ করতে চান? আসতেই হবে এইখানে। শুধু হস্তি নয় দেখা মিলতে পারে অন্যান্য বন্যপ্রাণীরও। ডুয়ার্সের পর্যটন মানচিত্রে নতুন করে উজ্জ্বল হয়ে উঠছে গরুমারা জঙ্গল সংলগ্ন রামসাই এলাকা। বিশ্ব দরবারে ডুয়ার্সকে আরও আকর্ষণীয় করে তুলতে সচেতনমূলক প্রচার চালাচ্ছে বনদফতর, আর তারই ফলশ্রুতিতে পর্যটকদের কাছে নতুন গন্তব্য হিসেবে নজর কাড়ছে রামসাই মেদলা টাওয়ার।
ডুয়ার্স ভ্রমণে আসা পর্যটকদের কাছে গরুমারা জঙ্গল বরাবরই অন্যতম প্রিয় স্থান। তবে এবার সেই অভিজ্ঞতায় যোগ হয়েছে নতুন মাত্রা। রামসাই মেদলা টাওয়ারে উঠে চোখ মেললেই ধরা দিচ্ছে বিস্তীর্ণ সবুজ অরণ্য, শান্তভাবে বয়ে চলা জলঢাকা নদী, আর প্রকৃতির কোলে বিচরণ করা নানা বন্যপ্রাণ। প্রকৃতি যেন এখানে তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে। পর্যটকদের বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে জলঢাকা নদীর প্রাকৃতিক দৃশ্য।
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে…! মকর সংক্রান্তিতে সূর্যের মেগা খেলা শুরু, কোন কোন রাশির ভাগ্য চমকাবে, কাদের জীবন তছনছ?
নদীর স্বচ্ছ জলে প্রতিবিম্ব ফেলছে আকাশ আর গাছপালা। মাঝেমধ্যেই চোখে পড়ছে ঐতিহ্যবাহী মোষের গাড়িতে যাতায়াতের দৃশ্য, যা গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত ছবি তুলে ধরে। সবচেয়ে বড় চমক অবশ্যই হাতিদের স্নানের দৃশ্য। নদীর জল পরিষ্কার থাকলেই একের পর এক হাতিকে নামানো হচ্ছে জলঢাকায়। সেই অপরূপ মুহূর্ত—হাতিদের জলকেলি, ছিটকে ওঠা জলের ফোঁটা—সবই মেদলা টাওয়ার থেকেই উপভোগ করছেন পর্যটকেরা।
advertisement
advertisement
আরও পড়ুন-২০২৬-এ শনির ‘মহাপ্রলয়’ শুরু…! শনির গোচরে ৩ রাশির ভাগ্য খুলবে, ৪ রাশির জীবন ‘নরক’, পাবে চরম শাস্তি, জানুন আপনার ভাগ্যে কী
পাশাপাশি মাঝে মাঝে দেখা মিলছে হরিণ, বুনো শূকর কিংবা নানা প্রজাতির পাখির।বনদফতরের মতে, গরুমারা জঙ্গল ঘুরতে এলে রামসাই ভ্রমণ এখন অবশ্যই তালিকায় রাখা উচিত। নদী, অরণ্য, বন্যপ্রাণ আর হাতির স্নান—সব মিলিয়ে রামসাই ধীরে ধীরে গরুমারা পর্যটনের এক বিশেষ আকর্ষণকেন্দ্রে পরিণত হচ্ছে। প্রকৃতির এই অনন্য অভিজ্ঞতা ডুয়ার্স ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে, এমনটাই আশা সংশ্লিষ্ট মহলের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 09, 2026 2:54 PM IST









