TRENDING:

Job: সরকারি কলেজ থেকে পাস করেই আন্তর্জাতিক সংস্থায় চাকরি! কীভাবে কোটি টাকার প্যাকেজের চাকরি পেলেন জলপাইগুড়ির যুবক?

Last Updated:
success story: এ যেন এক স্বপ্ন ছোঁয়ার বাস্তব গল্প! কোটি টাকার চাকরি পেল জলপাইগুড়ির পড়ুয়া! এখন অনুপ্রেরণার নাম সুমন বেড়া। জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ইনফরমেশন টেকনোলজি বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র সুমন বেড়া তাঁর সাফল্যে নজির গড়লেন।
advertisement
1/5
সরকারি কলেজ থেকে পাস করেই আন্তর্জাতিক সংস্থায় চাকরি! কোটি টাকার প্যাকেজ বাংলার যুবকের
এ যেন এক স্বপ্ন ছোঁয়ার বাস্তব গল্প! কোটি টাকার চাকরি পেল জলপাইগুড়ির পড়ুয়া! এখন অনুপ্রেরণার নাম সুমন বেড়া। জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ইনফরমেশন টেকনোলজি বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র সুমন বেড়া তাঁর সাফল্যে নজির গড়লেন। আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা ‘লিংকডাউন’-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে বার্ষিক প্রায় এক কোটি টাকা বেতনের চাকরির অফার পেয়ে গর্বের মুহূর্ত উপহার দিলেন রাজ্যের শিক্ষাজগতে।
advertisement
2/5
কীভাবে উন্মুক্ত হল এই সফলতার দ্বার? ২০২৫ সালে অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে শুরু হয়েছিল সুমনের এই যাত্রা। সেই ইন্টারভিউতে সফল হওয়ার পর বেঙ্গালুরুতে লিংকডাউনের অফিসে তিন মাসের ইন্টার্নশিপের সুযোগ পান তিনি। ইন্টার্নশিপে দক্ষতা ও পরিশ্রমের ছাপ স্পষ্ট হওয়ায় সংস্থার পক্ষ থেকে তাঁকে পূর্ণকালীন চাকরির অফার লেটার দেওয়া হয়।
advertisement
3/5
চলতি বছরের জুন মাসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিতে চলেছেন সুমন। সংস্থায় তাঁর মূল কাজ হবে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং। বিজ্ঞাপন পার্টনারদের জন্য আধুনিক অ্যাপ্লিকেশন তৈরি এবং ডিজিটাল মার্কেটিং সলিউশন নিয়ে কাজ করবেন তিনি।
advertisement
4/5
এই সাফল্যের পেছনে কলেজের..অধ্যাপক-অধ্যাপিকাদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন সুমন। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের বাসবাড়ী গ্রামের বাসিন্দা সুমনের পারিবারিক পরিস্থিতি সহজ ছিল না। বাবা অচল কুমার বেড়া পেশায় চাষি হলেও শারীরিক অসুস্থতার কারণে জমি লিজে দিতে হয়েছে। সেই সীমিত আয় ও বিভিন্ন স্কলারশিপের উপর ভর করেই পড়াশোনা চালিয়ে গেছেন তিনি।
advertisement
5/5
সুমনের এই সাফল্যে উচ্ছ্বসিত জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। কলেজের অধ্যাপক অমিতাভ রায় বলেন, এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। সুমনের সাফল্য আমাদের কলেজের নাম আরও উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে।” অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম আর স্বপ্ন দেখার সাহস যে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে—সুমন বেড়ার সাফল্য তারই উজ্জ্বল উদাহরণ!
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Job: সরকারি কলেজ থেকে পাস করেই আন্তর্জাতিক সংস্থায় চাকরি! কীভাবে কোটি টাকার প্যাকেজের চাকরি পেলেন জলপাইগুড়ির যুবক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল