TRENDING:

Panchayat Election 2023: তৃণমূলকে হারাতে পঞ্চায়েতে বিজেপির সঙ্গে জোট বাম-কংগ্রেসের!

Last Updated:

ধূপগুড়ির ঝাড় আলতা-১ পঞ্চায়েতের আসনগুলিতে তিন বিরোধী দল আসন সমঝোতা করে প্রার্থী দিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: তৃণমূলকে ঠেকাতে পঞ্চায়েতে বিজেপির সঙ্গে জোট বাম-কংগ্রেসের! ঠিকই পড়ছেন, এমনই অবাক করা ঘটনা ঘটেছে ধূপগুড়িতে। তৃণমূল প্রার্থীদের হারাতে কংগ্রেসের প্রতীকে মনোনয়ন জমা দিলেন বিজেপি ও বাম প্রার্থীরা। তৃণমূল ও বিজেপিকে যখন একযোগে হারানোর কথা বলছেন মহম্মদ সেলিম, অধীর চৌধুরীররা ঠিক তখনই উত্তরবঙ্গে দেখা গেল এমনই জগাখিচুড়ি জোটের ছবি।
advertisement

আরও পড়ুন: আবারও মুণ্ডেশ্বরী নদী! স্নান করতে নেমে তলিয়ে গেলেন ভ্যানচালক

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতেই নানান জায়গায় শাসকদলের সঙ্গে বিরোধীদের অশান্তির খবর উঠে আসছে। কোথাও বিজেপি কংগ্রেস বা সিপিএম নিজের মতো করে শাসকদলের মোকাবিলা করছে। আবার বেশ কিছু জায়গায় জোট বেঁধে তৃণমূলের হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে তাঁরা। মঙ্গলবার মুর্শিদাবাদের রানিনগরেই তিন দলের প্রার্থীরা জোট বেঁধে বিডিও অফিসে গিয়ে মনোনয়ন জমা দিয়ে আসেন। কিন্তু জলপাইগুড়ির ধূপগুড়ির আগে চলতি পঞ্চায়েত নির্বাচনে কোথাও প্রার্থী দেওয়ার ক্ষেত্রে বিজেপির সঙ্গে বাম-কংগ্রেসের জোট বাঁধার খবর আসেনি। কিন্তু মঙ্গলবার ধূপগুড়ির ঝাড় আলতা-১ পঞ্চায়েতের আসনগুলিতে তিন বিরোধী দল আসন সমঝোতা করে প্রার্থী দিল।

advertisement

View More

বিজেপির সঙ্গে কংগ্রেস ও বামেদের এই জোট স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। দলীয় লাইনের বাইরে গিয়ে সরাসরি গেরুয়া শিবিরের সঙ্গে সমঝোতা করায় প্রার্থীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত সিপিএম বা কংগ্রেসের পক্ষ থেকে কিছু বলা হয়নি। বিষয়টি নিয়ে চুপ জেলা বামফ্রন্ট‌ও। তবে তিন বিরোধী দলের স্থানীয় নেতৃত্ব এতে ভুল কিছু দেখছে না। তাঁদের বক্তব্য, তৃণমূলের ধূপগুড়ি গ্রামীণ ব্লক সভাপতি দিপু রায়ের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাঁরা একযোগে প্রার্থী দিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Panchayat Election 2023: তৃণমূলকে হারাতে পঞ্চায়েতে বিজেপির সঙ্গে জোট বাম-কংগ্রেসের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল