Purulia News : লাড্ডু ,মোদক, রসমালাই ভেবে খাওয়ার চিন্তা করছেন অনেকেই! কিন্তু হাতে নিলেই ১৮০ ডিগ্রি ঘুরে যাচ্ছে খেলা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Diwali 2025 : পুরুলিয়ায় দীপাবলির বাজারে এবারের ট্রেনিং লাড্ডু, মোদক, রাবরি মোমবাতি। এছাড়াও রয়েছে তুলসী মঞ্চ, মাটির কলস, গোলাপ ফুল সহ নানান ধরনের কালারফুল ডিজাইনের মোমবাতি।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: দিওয়ালি মানেই আলোর বাহার। চারিদিক সেজে ওঠে আলোর সাজে। রকমারি লাইটের পাশাপাশি এই সময় দেখতে পাওয়া যায় বাহারি মোমবাতি। যা রীতিমত নজর কাড়ে। প্রান্তিক পুরুলিয়ায় দীপাবলির বাজারে এবারের ট্রেনিং লাড্ডু, মোদক, রাবরি মোমবাতি। এছাড়াও রয়েছে তুলসী মঞ্চ, মাটির কলস, গোলাপ ফুল সহ নানান ধরনের কালারফুল ডিজাইনের মোমবাতি।
যা দেখে তাক লেগে যাচ্ছে। এ-বছর এই ট্রেন্ডিং মোমবাতি জেলা জুড়ে বিভিন্ন জায়গাতে ব্যাপক হারে বিক্রি হচ্ছে। রীতিমত বাজারে ভিড় করছেন ক্রেতারা। এ বিষয়ে বিক্রেতারা বলছেন, এবছর ট্রেন্ডিং-এ চলছে রসমালাই, লাড্ডু, মোদক মোমবাতি। এগুলি তারা বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছেন। দাম শুরু হচ্ছে ২০ টাকা থেকে।
advertisement
advertisement
রয়েছে বিভিন্ন ধরনের দামের মোমবাতি। যথেষ্টই চাহিদা রয়েছে এই মোমবাতির। বিক্রিও হচ্ছে ভাল। অনেকেই উৎসুক হয়ে এই মোমবাতি দেখছেন ও কিনছেন। দীপাবলীর বাজারে মোমবাতি কিনতে গিয়ে এই সমস্ত মিঠাইয়ের মোমবাতি দেখে রীতিমত জিভে জল আসছে ক্রেতাদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনেকে তো আবার ভুল করে লাড্ডু, মোদক মোমবাতিকে সত্যি কারের মিষ্টি ভেবে ফেলছেন। এই মোমবাতি রীতিমত নজর কেড়েছে সকলের। ব্যাপক হারে বিক্রি হচ্ছে এই সমস্ত রংবেরঙের মোমবাতি। যা কিনতে ক্রেতাদের মধ্যে দেখা গিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। আট থেকে আশি সকলেই পছন্দ করছেন এই অভিনব মোমবাতি। কালীপুজোয় চাহিদা বেড়েছে হু-হু করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
October 21, 2025 7:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : লাড্ডু ,মোদক, রসমালাই ভেবে খাওয়ার চিন্তা করছেন অনেকেই! কিন্তু হাতে নিলেই ১৮০ ডিগ্রি ঘুরে যাচ্ছে খেলা