যা দেখে তাক লেগে যাচ্ছে। এ-বছর এই ট্রেন্ডিং মোমবাতি জেলা জুড়ে বিভিন্ন জায়গাতে ব্যাপক হারে বিক্রি হচ্ছে। রীতিমত বাজারে ভিড় করছেন ক্রেতারা। এ বিষয়ে বিক্রেতারা বলছেন, এবছর ট্রেন্ডিং-এ চলছে রসমালাই, লাড্ডু, মোদক মোমবাতি। এগুলি তারা বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছেন। দাম শুরু হচ্ছে ২০ টাকা থেকে।
আরও পড়ুন : ৫১ ফুটের বিশাল কালীমূর্তি বর্ধমানে! প্রতিমা তৈরি করতে কত মাটি লাগল? জানলে ভিড়মি খাবেন
advertisement
রয়েছে বিভিন্ন ধরনের দামের মোমবাতি। যথেষ্টই চাহিদা রয়েছে এই মোমবাতির। বিক্রিও হচ্ছে ভাল। অনেকেই উৎসুক হয়ে এই মোমবাতি দেখছেন ও কিনছেন। দীপাবলীর বাজারে মোমবাতি কিনতে গিয়ে এই সমস্ত মিঠাইয়ের মোমবাতি দেখে রীতিমত জিভে জল আসছে ক্রেতাদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনেকে তো আবার ভুল করে লাড্ডু, মোদক মোমবাতিকে সত্যি কারের মিষ্টি ভেবে ফেলছেন। এই মোমবাতি রীতিমত নজর কেড়েছে সকলের। ব্যাপক হারে বিক্রি হচ্ছে এই সমস্ত রংবেরঙের মোমবাতি। যা কিনতে ক্রেতাদের মধ্যে দেখা গিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। আট থেকে আশি সকলেই পছন্দ করছেন এই অভিনব মোমবাতি। কালীপুজোয় চাহিদা বেড়েছে হু-হু করে।