TRENDING:

Purulia News : লাড্ডু ,মোদক, রসমালাই ভেবে খাওয়ার চিন্তা করছেন অনেকেই! কিন্তু হাতে নিলেই ১৮০ ডিগ্রি ঘুরে যাচ্ছে খেলা

Last Updated:

Diwali 2025 : পুরুলিয়ায় দীপাবলির বাজারে এবারের ট্রেনিং লাড্ডু, মোদক, রাবরি মোমবাতি। এছাড়াও রয়েছে তুলসী মঞ্চ, মাটির কলস, গোলাপ ফুল সহ নানান ধরনের কালারফুল ডিজাইনের মোমবাতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: দিওয়ালি মানেই আলোর বাহার। চারিদিক সেজে ওঠে আলোর সাজে। রকমারি  লাইটের পাশাপাশি এই সময় দেখতে পাওয়া যায় বাহারি মোমবাতি। যা রীতিমত নজর কাড়ে। প্রান্তিক পুরুলিয়ায় দীপাবলির বাজারে এবারের ট্রেনিং লাড্ডু, মোদক, রাবরি মোমবাতি। এছাড়াও রয়েছে তুলসী মঞ্চ, মাটির কলস, গোলাপ ফুল সহ নানান ধরনের কালারফুল ডিজাইনের মোমবাতি।
advertisement

যা দেখে তাক লেগে যাচ্ছে। এ-বছর এই ট্রেন্ডিং মোমবাতি জেলা জুড়ে বিভিন্ন জায়গাতে ব্যাপক হারে বিক্রি হচ্ছে। রীতিমত বাজারে ভিড় করছেন ক্রেতারা। ‌এ বিষয়ে বিক্রেতারা বলছেন, এবছর ট্রেন্ডিং-এ চলছে রসমালাই, লাড্ডু, মোদক মোমবাতি। এগুলি তারা বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছেন। দাম শুরু হচ্ছে ২০ টাকা থেকে।

আরও পড়ুন : ৫১ ফুটের বিশাল কালীমূর্তি বর্ধমানে! প্রতিমা তৈরি করতে কত মাটি লাগল? জানলে ভিড়মি খাবেন

advertisement

রয়েছে বিভিন্ন ধরনের দামের মোমবাতি। যথেষ্টই চাহিদা রয়েছে এই মোমবাতির। বিক্রিও হচ্ছে ভাল। অনেকেই উৎসুক হয়ে এই মোমবাতি দেখছেন ও কিনছেন। দীপাবলীর বাজারে মোমবাতি কিনতে গিয়ে এই সমস্ত মিঠাইয়ের মোমবাতি দেখে রীতিমত জিভে জল আসছে ক্রেতাদের।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অনেকে তো আবার ভুল করে লাড্ডু, মোদক মোমবাতিকে সত্যি কারের মিষ্টি ভেবে ফেলছেন। এই মোমবাতি রীতিমত নজর কেড়েছে সকলের। ব্যাপক হারে বিক্রি হচ্ছে এই সমস্ত রংবেরঙের মোমবাতি। যা কিনতে ক্রেতাদের মধ্যে দেখা গিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। আট থেকে আশি সকলেই পছন্দ করছেন এই অভিনব মোমবাতি। কালীপুজোয় চাহিদা বেড়েছে হু-হু করে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : লাড্ডু ,মোদক, রসমালাই ভেবে খাওয়ার চিন্তা করছেন অনেকেই! কিন্তু হাতে নিলেই ১৮০ ডিগ্রি ঘুরে যাচ্ছে খেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল