TRENDING:

Howrah Cottage Industry: পুরুষরা হার মানলেও হাল ছাড়েননি মহিলারা, বিলুপ্তপ্রায়কে বাঁচিয়ে রাখার প্রয়াস জারি

Last Updated:

Howrah Cottage Industry: ভালো বাজার পেয়ে নদীয়া থেকে হাওড়ায় এসে বসবাস শুরু কয়েক দশক আগে, তবে বর্তমানে চাহিদা কমেছে জিনিসের, পুরুষরা হার মেনেছে, হাল ছাড়েনি মহিলারা।চাহিদা বেড়েছে সৌখিন কাজের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: ভাল বাজার পেয়ে নদিয়া থেকে হাওড়ায় এসে বসবাস শুরু কয়েক দশক আগে ৷ তবে বর্তমানে চাহিদা কমেছে জিনিসের, পুরুষরা হার মেনেছেন, হাল ছাড়েননি মহিলারা । চাহিদা বেড়েছে বাঁশের তৈরি সৌখিন কাজের, এক সময়ে গৃহস্থালির বিভিন্ন সরঞ্জামের দারুণ চাহিদা থাকলেও এখন একেবারেই তলানিতে । বিশেষ করে বাঙালির রান্নাপুজো, পৌষপার্বণের সময় দারুণ চাহিদা থাকত বাঁশের তৈরি চাঙারি, চুবড়ি, ঝোরা,চালানি, ঝুড়ি-সহ নানা জিনিসের ।
advertisement

প্রায় প্রতি পরিবারেই এই সমস্ত জিনিসের কমবেশি চাহিদা ছিল । সেই চাহিদা মেটাতে ভাল বাজার তৈরি হয় ৷ তারা হাওড়া, ডোমজুড়, মাকড়দহে মধ্যবর্তী হাওড়া-আমতা রোড এর পার্শ্ববর্তীতে স্থায়ী বসবাস শুরু করে । সহজেই সেখানে জিনিসপত্র তৈরি করে পার্শ্ববর্তী জনবহুল গ্রামে বাড়ি বাড়ি পৌঁছে দিত । সেইসঙ্গে রাস্তার ধারে বিশাল তৈরি জিনিসের পসরা সাজিয়ে রাখত! পথচলতি মানুষের দৃষ্টি আকর্ষণ হলে সেখানেও খরিদ্দার পাওয়া যেত । তবে বর্তমানে গৃহস্থলিতে বাঁশের তৈরি জিনিসের বদলে প্লাস্টিকের জিনিস অনেকটা জায়গা করে নেয়। তাতেই ধীরে ধীরে ব্যবসায় মন্দা দেখা দেয় ।

advertisement

আরও পড়ুন : বালি, লবণ, চালের সঙ্গে নতুন প্রযুক্তির মেলবন্ধনে তৈরি হচ্ছে মুড়ি

আরও পড়ুন : হেঁচকি বন্ধ করা থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ-আমপাতার এই গুণগুলো জানতেন?

View More

বর্তমান চাহিদামতো শিল্পীরাও এখন ঝোড়া, চুবড়ির পাশাপাশি বাঁশ দিয়ে বিভিন্ন শৌখিন জিনিসপত্র তৈরি করছে । ফুলদানি, র‍্যাকের মতো নানা রকম ঘর সাজানোর জিনিস তো আছেই । বর্তমানে প্রায় পনেরো থেকে কুড়িটি পরিবার বসবাস করছে ডোমজুড় মাকরদহ মধ্যবর্তী হাওড়া-আমতা রোডের পার্শ্ববর্তীতে। তাঁদের কথায়, তৈরি জিনিসের দাম বেড়েছে তবে বিক্রি করার জায়গা না থাকায় সমস্যায় শিল্পীরা । ধীরে ধীরে পরিবারের পুরুষ কারিগররা অন্যান্য কাজে যুক্ত হচ্ছেন, মহিলারাই এখন লড়াই চালিয়ে যাচ্ছেন । সরকারি সহযোগিতার আশায় মুখ চেয়ে রয়েছেন তাঁরা। সহযোগিতা পেলে আগামী দিনে শিল্পের উজ্জ্বল ভবিষ্যৎ আশা করছেন৷ সাহায্য না পেলে হয়তো ধীরে ধীরে শেষ হয়ে যাবে এই শিল্প।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

(প্রতিবেদন- রাকেশ মাইতি)

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah Cottage Industry: পুরুষরা হার মানলেও হাল ছাড়েননি মহিলারা, বিলুপ্তপ্রায়কে বাঁচিয়ে রাখার প্রয়াস জারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল