TRENDING:

Swimming: সাঁতারে হাওড়ার মুখ উজ্জ্বল করলেন তাহরিনা! নতুন রেকর্ড বঙ্গকন্যার

Last Updated:
আবারও রেকর্ড স্পর্শ করল হাওড়া'র তাহরিনা! ওপেন ওয়াটার সুইমার, হাওড়া জেলার উলুবেড়িয়ার মহিলা সাঁতারু তাহরিনা নাসরিন। দ্যা ধ্যারমতার গেটওয়ে (The Dharamatar Gateway) বা মুম্বাই গেটওয়েতে সাঁতার কেটে রেকর্ড তাহরিনার।
advertisement
1/6
সাঁতারে হাওড়ার মুখ উজ্জ্বল করলেন তাহরিনা! নতুন রেকর্ড বঙ্গকন্যার
হাওড়া, রাকেশ মাইতি: আবারও রেকর্ড স্পর্শ করল হাওড়ার তাহরিনা! ওপেন ওয়াটার সুইমার, হাওড়া জেলার উলুবেড়িয়ার মহিলা সাঁতারু তাহরিনা নাসরিন। দ্যা ধ্যারমতার গেটওয়ে (The Dharamatar Gateway) বা মুম্বাই গেটওয়েতে সাঁতার কেটে রেকর্ড তাহরিনার। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/6
এটি একটি কঠিন সাঁতার চ্যালেঞ্জ। দীর্ঘ সাগর পথে উত্তাল ঢেউয়ের মোকাবিলা সেই সঙ্গে জেলিফিস এবং মালবাহী জাহাজ চলাচল ভীষণ ভাবে বাধার সৃষ্টি করে। সেই সঙ্গে জলে প্লাস্টিক বোতল নানা নোংরা আবর্জনাতো ছিলই।
advertisement
3/6
সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে ৩৫ কিমি দূরত্ব সাতাঁরে ৯ ঘণ্টা ১৯ মিনিটে শেষ করে। এটি ছিল বাংলার মহিলা হিসেবে প্রথম রেকর্ড।
advertisement
4/6
এই চ‍্যালেঞ্জ পূর্ণ করার সঙ্গে সঙ্গে সে নজির গড়লউলবেড়িয়ার তাহরিনা নাসরিন। বাংলার একমাত্র মেয়ে হিসাবে এখনও পর্যন্ত এই রেকর্ড প্রথম।
advertisement
5/6
তাহরিনা এই চ‍্যালেঞ্জে ৯ ই জানুয়ারি ভোর ০৪:০৬ মিনিটে জলে নামে। রেকর্ড গড়তে সাঁতারে দীর্ঘ ৩৫ কিমি জল পথ পৌঁছয় দুপুর ০১:২৫ মিনিটে।
advertisement
6/6
এ প্রসঙ্গে সাঁতারু তাহরিনা নাসরিন জানান, প্রায় দুই বছর সাঁতার থেকে নিজেকে দূরে রাখার পর, আবার একটি সাফল্য। এই যাত্রায় সব থেকে কঠিন মুহূর্ত ছিল নদী থেকে সমুদ্রে প্রবেশের সময়। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট লেট হওয়ায় ট্রং কারেন্টের মুখে পড়তে হয়। সমুদ্রের বড় ঢেউ, যে ঢেউ কাটিয়ে উঠতে একই স্থানে এক ঘন্টা প্রায় সাঁতার কাটতে হয়েছিল। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/খেলা/
Swimming: সাঁতারে হাওড়ার মুখ উজ্জ্বল করলেন তাহরিনা! নতুন রেকর্ড বঙ্গকন্যার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল