Benefits of Mango Leaves : হেঁচকি বন্ধ করা থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ-আমপাতার এই গুণগুলো জানতেন?
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Benefits of Mango Leaves :আমরা অনেকেই জানি না আমপাতার উপকারিতাও অসংখ্য
আমের স্বাদ ছাড়া ভারতীয় গ্রীষ্ম অসম্পূর্ণ৷ সুস্বাদু এই ফলের স্বাস্থ্যগত গুণেরও শেষ নেই৷ কিন্তু আমরা অনেকেই জানি না আমপাতার উপকারিতাও অসংখ্য৷ বাংলা ছড়া ‘আমপাতা জোড়া জোড়া মারব চাবুক চলবে ঘোড়া’ থেকে পুজোপার্বণে আম্রপল্লবের মাঙ্গলিক উপস্থিতির পাশাপাশি অনেক জায়গায় আমপাতা ব্যবহার করা হয় চায়েও৷ ভিটামিন এ, বি এবং সি ভরপুর আমপাতার গুণাগুণ একাধিক৷
ত্বকের যত্ন-
ত্বকের যত্নে আমপাতার উপকারিতার শেষ নেই৷ ত্বকের উপর সূক্ষ্ম দাগ, ত্বকে বয়সের ছাপ, শুষ্কতা দূর করে এই পাতার গুণ ৷ এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ নিয়ন্ত্রণ করে ত্বকের জ্বলুনিও৷ চটজলদি উপকার পেতে আমপাতা পুড়িয়ে সেই ছাই ব্যবহার করুন পোড়ার ক্ষতে ৷ উপশম হবে দ্রুত ৷
advertisement
চুলের যত্ন –
advertisement
যদি আপনার চুল নিষ্প্রাণ ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে৷ বা চুলের বৃদ্ধি বিঘ্নিত হয়, তাহলে আমপাতা আপনার কাজে আসবে ৷ এই পাতায় থাকা ভিটামিন এ ভিটামিন সি আপনার চুলের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে৷ নতুন চুল জন্মাতে সাহায্য করে৷
advertisement
কিডনিতে পাথর জমলে তা বেশ যন্ত্রণাময়৷ আমপাতার প্রভাবে কিডনিস্টোন সহজেই মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যেতে পারবে ৷
আরও পড়ুন : বর্ষা আসতেই বাচ্চার জ্বর? দিশেহারা না হয়ে মনে রাখুন এই কথাগুলি
রক্তে শর্করা নিয়ন্ত্রণে-
মধুমেহ রোগীদের জন্যেও আমপাতা কার্যকর ঘরোয়া টোটকা ৷ কারণ আমপাতার জন্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত থাকে৷ ফলে ডায়াবেটিসকে বশে রাখতে ব্যবহার করুন আমপাতা ৷ তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন ৷
advertisement
অনেক সময় দেখা যায় কিছুতেই হেঁচকি বন্ধ হচ্ছে না ৷ এই সমস্যা রোধেও ব্যবহার করতে পারেন আমপাতার ৷ নিরাময় করে পেটের আলসারও৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 18, 2022 3:26 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Benefits of Mango Leaves : হেঁচকি বন্ধ করা থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ-আমপাতার এই গুণগুলো জানতেন?