Howrah News: শিক্ষিত বেকার যুবক যুবতীদের হাতে কাজ দিতে পঞ্চায়েতের বিশেষ উদ্যোগ!
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
শিক্ষিত যুবক-যুবতীদের হাতে কাজ দিতে পঞ্চায়েত এলাকায় মাইকিং, হোটেল ম্যানেজমেন্ট ওয়েল্ডিং কাস্টমার সার্ভিস সহ বিভিন্ন কাজের প্রশিক্ষণ শেষে কাজ
হাওড়া, রাকেশ মাইতি: শিক্ষিত বেকার যুবক-যুবতীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করার প্রয়াস গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতে! গ্রাম পঞ্চায়েত এলাকার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক পাশ করা বেকার যুবক-যুবতীদের হোটেল ম্যানেজমেন্ট ওয়েল্ডিং কাস্টমার সার্ভিস এবং রিটেল অপারেটর বিষয়ে প্রশিক্ষণ এর মাধ্যমে কর্মসংস্থান মুখী করার উদ্যোগ। উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট এর আওতায়। আগামী ১০ ই জানুয়ারি গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে দুপুর ১২ টা থেকে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। যেখানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক-সহ উচ্চ শিক্ষিত পাশ ছেলে-মেয়েরা অংশগ্রহণ করতে পারবেন।
আরও পড়ুন: আর জয়েন্ট বোর্ড নয়, প্রেসিডেন্সিতে স্নাতকে ভর্তি হওয়ার পরীক্ষা নেবে প্রেসিডেন্সিই! জানুন
ওই সেমিনারে যুবক-যুবতীদের বিভিন্ন বিষয়ে অবগত করা হবে। শিক্ষাগত যোগ্যতা এবং মেধা অনুযায়ী বিভিন্ন বিষয় প্রশিক্ষণের ক্ষেত্রে সুযোগ পাবে ছেলে-মেয়েরা। গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা যায়, গ্রাম অঞ্চলের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে-মেয়েদের কর্মসংস্থান মুখী করতে এগিয়ে এসেছে একটি বেসরকারি সংস্থা। সেই সংস্থার হাত ধরেই উৎকর্ষ বাংলার আওতায়। পঞ্চায়েত এলাকার ছেলে-মেয়েদের প্রশিক্ষিত করা হবে। আরও জানান হয়, এই প্রশিক্ষণ বিভিন্ন কাজের গুরুত্ব অনুযায়ী মেয়াদ থাকছে। তিন মাস ছ’মাস সময় পর্যন্ত বা তার বেশি হতে পারে। ছেলেমেয়েদের সুবিধার্থে অর্থনৈতিক সহযোগিতাও রয়েছে বলে জানান হয়। প্রশিক্ষণ শেষে সংস্থার তরফ থেকে সরকার অনুমোদিত সংসাপত্র দেওয়া হবে। একই সঙ্গে প্রশিক্ষণ শেষে ছেলে-মেয়েদের কর্ম ক্ষেত্রে যোগদান করার সুযোগ করে দেওয়া হবে জানিয়েছেন। গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গঙ্গাধরপুর গোণ্ডলপাড়া জয়নগর সহ বিভিন্ন গ্রামে মাইকিং করে প্রচার করা হয়। গ্রাম পঞ্চায়েত কার্যালয় সূত্রে জানা যায়, পঞ্চায়েত এলাকার শিক্ষিত ছেলে – মেয়ের উপস্থিতি’র উপর ভিত্তি করে সংখ্যা নির্ধারিত হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
Jan 09, 2026 6:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: শিক্ষিত বেকার যুবক যুবতীদের হাতে কাজ দিতে পঞ্চায়েতের বিশেষ উদ্যোগ!








