Presidency University: আর জয়েন্ট বোর্ড নয়, প্রেসিডেন্সিতে স্নাতকে ভর্তি হওয়ার পরীক্ষা নেবে প্রেসিডেন্সিই! জরুরি খবর জানুন

Last Updated:

Presidency University Entrance Exam: ২০১৫ সাল থেকে বিশ্ববিদ্যালয় প্রবেশিকার দায়িত্বে ছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তবে গত বুধবার বিকেলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক অ্যাডমিশন কমিটির বৈঠকে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দেওয়া হয়।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
কলকাতা: গত বছর থেকে স্নাতকোত্তরে ভর্তির পরীক্ষা গ্রহণের ক্ষমতা জয়েন্ট বোর্ডের হাত থেকে নিজেদের হাতে নিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এ বার স্নাতক প্রবেশিকার দায়িত্বও নিজেদের হাতে তুলে নিলেন কর্তৃপক্ষ।
২০১৫ সাল থেকে বিশ্ববিদ্যালয় প্রবেশিকার দায়িত্বে ছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তবে গত বুধবার বিকেলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক অ্যাডমিশন কমিটির বৈঠকে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দেওয়া হয়। লিখিত প্রস্তাব বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ও উপাচার্যের কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ ও ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের সময়সীমা বাড়ল, পড়ুয়ারা জরুরি খবর জানুন
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোণার বলেন, ”বেশিরভাগ বিভাগই ভর্তি প্রক্রিয়া পরিচালনা করতে সহমত হয়েছে। প্রস্তাব বিবেচনা করবেন গভর্নিং বডির সদস্যের। পরবর্তী পদক্ষেপও সেখানেই স্থির হবে।”
advertisement
advertisement
আরও পড়ুন: পশুচিকিৎসক হওয়ার জন্য কী পরীক্ষা দিতে হয়? স্নাতকের সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অনুমোদিত প্রতিষ্ঠান
২০২৫ সালে ২১ এবং ২২ জুন স্নাতকে কলা ও বিজ্ঞান বিভাগে ভর্তির প্রবেশিকার আয়োজন করা হয়েছিল। এর পর ১০ জুলাই প্রকাশ করা হয় পরীক্ষার ‘আনসার কি’। কিন্তু ওবিসি সংরক্ষণ জটিলতার কারণে ফল বের হয় ২৫ অগাস্ট।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Presidency University: আর জয়েন্ট বোর্ড নয়, প্রেসিডেন্সিতে স্নাতকে ভর্তি হওয়ার পরীক্ষা নেবে প্রেসিডেন্সিই! জরুরি খবর জানুন
Next Article
advertisement
মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল? পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া
মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল? পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা ও বীর
  • তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার বিচ্ছেদ !

  • মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল?

  • পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা ও বীর

VIEW MORE
advertisement
advertisement