Fire at Howrah: ভয়ঙ্কর! জ্বলন্ত গাড়ি থেকে একের পর এক ট্রাক-বাসে আগুন হাওড়াতে
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Fire at Howrah: দাউ দাউ করে জ্বলন্ত ট্রাক জুটছে সড়কে, আগুন ছিটকে একের পর এক ট্রাক বাস অগ্নিকাণ্ড! ভয়ংকর ঘটনা ধুলাগড়ে। ব্যস্ত রাস্তায় জ্বলন্ত গাড়ি ছুটছে। একের পর একট্রাক ও বাসে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তে। কিন্তু গাড়ি আগুন নিয়ে দৌড়ালো প্রায় এক কিলোমিটার।
advertisement
1/7

দাউ দাউ করে জ্বলন্ত ট্রাক জুটছে সড়কে, আগুন ছিটকে একের পর এক ট্রাক বাস অগ্নিকাণ্ড! ভয়ংকর ঘটনা ধুলাগড়ে। ব্যস্ত রাস্তায় জ্বলন্ত গাড়ি ছুটছে। একের পর একট্রাক ও বাসে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তে। কিন্তু গাড়ি আগুন নিয়ে দৌড়ালো প্রায় এক কিলোমিটার। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/7
হাওড়া ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়ংকর ঘটনা। রাত্রি ৯:০০ টা নাগাদ দাউ দাউ করে জ্বলছে সড়ক। পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে কেমিক্যাল গাড়িতে আগুন। সেই গাড়ি থেকেই আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য ট্রাক-বাসে।
advertisement
3/7
পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে আগুন লাগে একটি কেমিক্যাল বোঝাই ট্রাকে। ট্রাক থেকে পাম্পে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নিতে পারে। তা বুঝে চালক ঝুঁকি নিয়ে পাম্প থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে জ্বলন্ত গাড়ি নিয়ে যায়।
advertisement
4/7
ধুলোগোড় থেকে নির্মলা প্রায় এক কিলোমিটার সার্ভিস রোড জাতীয় সড়ক হয়ে পৌঁছয় জ্বলন্ত ট্রাক। ট্রাক থেকে কেমিক্যাল পড়ে জ্বলছে সড়ক। সড়কের ধার বরাবর ট্রাক বাস দাঁড়িয়ে। জলন্ত ট্রাক থেকে আগুন অন্য বাস ও ট্রাকে ছড়িয়ে পড়ে।
advertisement
5/7
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কথায় পাম্পে আগুন লাগলে আরও ভয়াবহ রূপ নিতে পারত। পাম্প সংলগ্ন স্থানে ট্রাকে আগুন দেখে চালক জীবন ঝুঁকি নিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাবার চেষ্টা করে। তাতেই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয় বলেই মনে করছেন অনেকে।
advertisement
6/7
ধুলোগড় ও নির্মলা দুটি স্থানে পরপর ট্রাক বাস জ্বলছে। পুলিশ পৌঁছে দ্রুততার সঙ্গে লাগোয়া বাস ট্রাকগুলিকে সরিয়ে নেওয়ার যাওয়ার চেষ্টা করে। বন্ধ করে দেওয়া হয় সড়ক সংলগ্ন ইলেকট্রিক পরিষেবা। মাঝ রাস্তায় ট্রাক বাস জ্বলে ওঠার কারণে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়।
advertisement
7/7
পথ চলতি মানুষকে বিপদমুক্ত ধুলোগোড় ট্রাফিক ও সাঁকরাইল থানার পুলিশ পথে নামে। ঘটনাস্থলে পৌঁছন হাওড়া নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী। দমকলের উপস্তিতে প্রায় দেড়-দু'ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। (ছবি ও তথ্য : রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Fire at Howrah: ভয়ঙ্কর! জ্বলন্ত গাড়ি থেকে একের পর এক ট্রাক-বাসে আগুন হাওড়াতে