এ ঘটনা হামেশা দেখা মিলছে প্রাণ যাচ্ছে পাখিদের। পুকুর বা চাষের ক্ষেত্রে দারুণ ভাবে লাগানো হচ্ছে জাল। বিশেষ করে বেশি বিপদ জনক পুকুরে লাগানো জাল। মূলত পাখির হাত থেকে মাছ রক্ষা করতে লাগানো হচ্ছে জল, তাতেই মরণ ছাদ। সেই জাল মরণ ফাঁদ পাখিদের।
আরও পড়ুন: খাবার ডেলিভারি দিতে গিয়ে কুকুরের তাড়ায় ৩ তলা থেকে লাফ! মর্মান্তিক মৃত্যু
advertisement
আরও পড়ুন: রাঘব বোয়াল থেকে চুনো পুঁটি, ৫১৭ বছরের এই মেলা মাছপ্রেমীদের কাছে স্বর্গ! কোথায় হয় জানেন?
হামেশাই দেখা যায়, পুকুরের জালে আটকে পরেছে বক মাছরাঙ্গা পানকৌড়ি কাক ও নানা পাখি। সোমবার আমতা উদং গ্রামে একটি পুকুরের জালে আটকে পরে একটি পূর্ন বয়স্ক বাজ পাখি। খবর যায় স্থানীয় পরিবেশ প্রেমী সংগঠন গ্রিনচেন মুভমেন্ট সংগঠনের সদস্য প্রদীপ রঞ্জন রীতের কাছে। ঘটনা স্থলে প্রদীপ বাবু হাজির হন।
স্থানীয় মানুষের সহযোগিতায় পুকুরে আটকানো জাল থেকে পাখিটিকে উদ্ধার করা সম্ভব হয়। দীর্ঘক্ষণ জালে আটকে থাকার ফলে পাখিটি বেশ ভালো ভাবে জখম হয়ে পড়ে। পাখিটির যথাযথ চিকিৎসার কথা ভেবে, ছেড়ে দেওয়া হয়নি। পাখিটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।
এ ঘটনা প্রসঙ্গে পশু প্রেমে প্রদীপ রঞ্জন রীত বলেন, বর্তমানে গ্রামবাংলায় খুব কমে গেছে এই বাজ। গ্রাম বাংলায় কম দেখা যাচ্ছে। এদিকে পাখির হাত থেকে মাছ বাঁচাতে। ব্যাপক ভাবে জাল ব্যবহার করছে মাছ চাষীরা। তার জেরেই বিপদে পড়ছে পাখি। প্রাণ হারাচ্ছে বক মাছরাঙ্গা বাজ পানকৌড়িরা।
রাকেশ মাইতি