Swiggy Delivery Boy Died: খাবার ডেলিভারি দিতে গিয়ে কুকুরের তাড়ায় ৩ তলা থেকে লাফ! মর্মান্তিক মৃত্যু
- Published by:Raima Chakraborty
Last Updated:
Swiggy Delivery Boy Died: যে বাড়িতে খাবার পৌঁছতে গিয়েছিলেন তিনি, সেই বাড়িরই পোষ্য কুকুর একটি জার্মান শেফার্ড চিৎকার করে তার দিকে এগিয়ে আসে।
হায়দরাবাদ: কুকুরের তাড়া খেয়ে বাড়ির তিনতলা থেকে লাফ দিয়েছিলেন এক সুইগি ডেলিভারি কর্মী। প্রাণে বাঁচলেন না তিনি। হায়দরাবাদের এমন ভয়াবহ ঘটনায় কয়েকদিন আগেই চমকে উঠেছিল গোটা দেশ। যে বাড়িতে খাবার পৌঁছতে গিয়েছিলেন তিনি, সেই বাড়িরই পোষ্য কুকুর একটি জার্মান শেফার্ড চিৎকার করে তার দিকে এগিয়ে আসে। ভয়ে রিজওয়ান তৃতীয় তলা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন।
২৩ বছর বয়সী মহম্মদ রিজওয়ান বানজারা হিলসের লুম্বিনি রক ক্যাসল অ্যাপার্টমেন্টে গত ১১ জানুয়ারি খাবার ডেলিভারি দিতে গিয়েছিলেন। সেই সময়ই এমন ভয়ানক ঘটনার শিকার হন তিনি। ভয়ের চোটে তিনতলা থেকে লাফ দিয়েছিলেন রিজওয়ান। রবিবার তিনি মারা গিয়েছেন।
advertisement
advertisement
Telangana | A Swiggy delivery boy,Rizwan died at a hospital in Banjara Hills PS limits.He was attacked by a pet dog while he went for delivery&fell down the first floor of the building while trying to escape. Banjara Hills Police registered a case against Shobana, the dog's owner
— ANI (@ANI) January 16, 2023
advertisement
আরও পড়ুন: মিড ডে মিলের টাকায় 'দুয়ারে সরকার' ক্যাম্প! ফের বড় দুর্নীতির 'হদিশ' শুভেন্দু অধিকারীর
পুলিশ জানিয়েছে, ডেলিভারি বয় লুম্বিনি রক ক্যাসেল অ্যাপার্টমেন্টের তৃতীয় তলায় গিয়েছিল। যখন তিনি একটি ফ্ল্যাটের দরজায় টোকা দেন, তখন একটি জার্মান শেফার্ড চিৎকার করে তার দিকে এগিয়ে আসে। ভয়ে রিজওয়ান তৃতীয় তলা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন। মাথায় চোট লাগে তাঁর।
advertisement
ফ্ল্যাটের মালিক শোবনা একটি অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে নিজামস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করেন। শহরের ইউসুফগুদা এলাকার শ্রীরাম নগরের বাসিন্দা রিজওয়ানের অবস্থা সেদিনই আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকেরা। বৃহস্পতিবার রাতে রিজওয়ানের ভাই মহম্মদ খাজা বানজারা হিলস থানায় অভিযোগ দায়ের করেন এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। পুলিশ কুকুরের মালিকের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মৃত্যুর মামলা দায়ের করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2023 2:33 PM IST