বদ্ধ জলাশয় বা জমে থাকা নর্দমার জলে মশা জন্মাতে পারে, সেকারণে জমা জল নিয়ে আতঙ্কিত মানুষ। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু রুখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে হাওড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বনলতা পার্ক এলাকায় দীর্ঘদিন জলমগ্ন হওয়ার ফলে দুর্ভোগে ও আতঙ্কে ওই এলাকার মানুষ।
আরও পড়ুন East Medinipur News: কোটি কোটি টাকা জালিয়াতি করে পলাতক! ভিন রাজ্যে সিআইডির জালে অভিযুক্ত
advertisement
এ প্রসঙ্গে, এক টোটো চালকের কথায়, ড্রেনের নোংরা জল রাস্তার উপর, সেই নোংরা জল টপকে স্কুল ছাত্র ছাত্রী থেকে এলাকার সাধারণ মানুষকে পারাপার করতে হয়। টানা কয়েক বছর এই সমস্যা, অভিযোগ এ বিষয়ে নজর নেই প্রশাসনের।এরই মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু, জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ঘটনায় এলাকার মানুষের মনে আতঙ্ক। স্থানীয় মানুষের আবেদন যত দ্রুত সম্ভব হাওড়া পৌরসভার পক্ষ থেকে নিকাশি ব্যবস্থা ঠিক রেখে এলাকার মানুষকে আতঙ্ক মুক্ত করুক। কবে সেই আবেদন কার্য করা হবে সেই দিকেই তাকিয়ে স্থানীয় মানুষ।
আরও পড়ুন Train Time: সিউড়ি থেকে অন্ডাল বিশেষ ট্রেন, দেখে নিন সময়সূচী
এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে এলাকা জলমুক্ত করনের ব্যবস্থা গ্রহণ করাও হয়েছে। আরও কিভাবে এলাকার মানুষকে নিরাপদ এবং জলমগ্ন এলাকা সম্পূর্ণরূপে জলমুক্ত করা যায় সেই বিষয়ে ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। জানিয়েছেন হাওড়া পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস।
রাকেশ মাইতি





