East Medinipur News: কোটি কোটি টাকা জালিয়াতি করে পলাতক! ভিন রাজ্যে সিআইডির জালে অভিযুক্ত

Last Updated:

সিআইডির জালে ৫ কোটি টাকা দুর্নীতি করে গা ঢাকা দেওয়া এক প্রতারক।

+
SP

SP office Purba Medinipur 

#পূর্ব মেদিনীপুর: রাজ্যজুড়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। সিবিআই ও ইডির হানায় কোটি কোটি টাকার পাহাড় দেখেছে রাজ্যবাসি। সিবিআই ইডির পাশাপাশি এবার পূর্ব মেদিনীপুর জেলায় সিআইডির জালে ৫ কোটি টাকা দুর্নীতি করে গা ঢাকা দেওয়া এক প্রতারক। গ্রাহক পরিষেবার নামে পাঁচ কোটির প্রতারণা, গুজরাটের আমেদাবাদ থেকে প্রতারককে ধরল সিআইডি।
কোলাঘাট ব্লকের অন্তর্গত খানজাদাপুর গ্রামের বাসিন্দা অমিত শাহু, দীর্ঘদিন ধরেই একটি রাষ্টায়ত ব‍্যাঙ্কের দুটি সিএসপি শাখা খুলেছিল কোলাঘাট ব্লকের শ্রীকৃষ্ণপুর ও তমলুক ব্লকের পোনান গ্ৰামে। প্রতারিতদের অভিযোগ, দীর্ঘ ছয় বছর ধরে সি এস পি কেন্দ্রগুলি নিজেই চালাচ্ছিল অমিত। প্রথম দিকে গ্রাহকদের সঙ্গে অমিত খুব ভাল সম্পর্ক গড়ে তোলে। ফলে প্রতিদিনের পরিশ্রমের টাকা বিশ্বাসের সঙ্গে ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রে জমা রাখতেন স্থানীয় গ্রামবাসীরা। বেশ কয়েক বছর ধরে টাকা লেনদেন চলছিল সুষ্ঠুভাবে।
advertisement
advertisement
পরে গ্রাহকরা স্থানীয় ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মেন শাখায় গিয়ে তাদের সঞ্চিত টাকার অ্যামাউন্ট জানতে চাইলে তাদেরকে বলা হয় যে তাদের অ্যাকাউন্টে যৎসামান্যই টাকা রয়েছে। আর তখনই মাথায় হাত পড়েছে ওই দুই গ্রামের খেটে খাওয়া দরিদ্র মানুষদের। প্রতারিতদের অভিযোগ বছর খানেক ধরে তারা বুঝতে পারে তারা প্রতারণার স্বীকার হয়। তাদের অভিযোগ আধার কার্ডে আঙুলের ছাপ দিয়ে বেশি করে টাকা তুলে নিতেন অভিযুক্ত অমিত। এরপর বাড়ি থেকে প্রিন্ট করে আনতেন পাশবই। কয়েকটি গ্রাম মিলিয়ে কয়েকশো অ্যাকাউন্ট ছিল ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রে। মোট পাঁচ কোটি টাকা প্রতারণার অভিযোগও উঠেছে অমিত শাহুর বিরুদ্ধে।
advertisement
টাকা ফেরত চেয়ে গ্রাহক পরিষেবা কেন্দ্রের মূল ব্রাঞ্চে গিয়ে ম্যানেজারের দ্বারস্থ হন গ্রাহকরা ম্যানেজার আইনগত প্রক্রিয়ায় গ্রাহকদের টাকা ফেরতের আশ্বাস দেন। চলতি বছরের মে মাসে প্রতারিত ব‍্যক্তিরা গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক অমিত সাহুর নামে কোলাঘাট ও তমলুক দুটি থানাতে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত ভার যায় সিআইডির হাতে। সুযোগ বুঝে বাড়ি ছেড়ে পরিবার নিয়ে পালিয়ে যায় অমিত। দীর্ঘ তদন্তের পর চলতি সপ্তাহে গুজরাতের আমদাবাদ থেকে অমিতকে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর জেলা সিআইডি।
advertisement
আরও পড়ুন Birbhum News : সোনাঝুরিতে তৈরি হচ্ছে রিসর্ট, বেনিয়মের অভিযোগ
ট্রানজিট রিমান্ডে তমলুক নিয়ে আসা হয় ধৃত ওই ব্যক্তিকে। পূর্ব মেদিনীপুর জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে অমিতকে তোলা হলে ৮ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পোনান, শ্রীকৃষ্ণপুর, খানজাদাপুর, সহ বেশ কয়েকটি গ্রামেরদুঃস্থ গরীব মানুষ অভিযুক্ত অমিত শাহুর গ্রাহক পরিষেবা কেন্দ্রে টাকা রেখে প্রতারিত হয়েছেন,--- তাঁদের দাবি দ্রুত টাকা ফেরতের ব্যবস্থা করুক প্রশাসন।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: কোটি কোটি টাকা জালিয়াতি করে পলাতক! ভিন রাজ্যে সিআইডির জালে অভিযুক্ত
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement