Train Time: সিউড়ি থেকে অন্ডাল বিশেষ ট্রেন, দেখে নিন সময়সূচী

Last Updated:

Birbhum News :হাওড়া ডিভিশনে রেল লাইনে কাজ চলার কারণে বীরভূমের একাংশের উপর দিয়ে যাওয়া অধিকাংশ এক্সপ্রেস ট্রেন বাতিল।

সিউড়ি রেলস্টেশন
সিউড়ি রেলস্টেশন
#বীরভূম: হাওড়া ডিভিশনে রেল লাইনে কাজ চলার কারণে বীরভূমের একাংশের উপর দিয়ে যাওয়া অধিকাংশ এক্সপ্রেস ট্রেন বাতিল। শক্তিগড় থেকে রসুলপুর রেল স্টেশনের মাঝে তৃতীয় লাইনের কাজ চলার কারণে এই সব ট্রেন বাতিল করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর থেকে এই সব ট্রেন বাতিল হওয়া শুরু হয়েছে এবং তা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথমদিকে ১৪ সেপ্টেম্বরের পর স্বাভাবিক হওয়ার কথা থাকলেও পরে বাতিলের সময়সীমা বৃদ্ধি করা হয়।
আরও পড়ুন Malda News: আরবি খেজুর ফলছে উত্তরবঙ্গে, রইল লাভজনক এই চাষের হদিশ
ময়ূরাক্ষী এক্সপ্রেস, হুল এক্সপ্রেস আগামী ১৩ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল হওয়ার ঘোষণা থাকলেও বর্তমানে তা আরও বাড়ানো হয়েছে। এর পাশাপাশি চার দিনের জন্য বাতিল করা হয়েছে সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস। ১৩১৭৯ শিয়ালদা সিউড়ি মেমু এক্সপ্রেস : ১৩ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। ১৩১৮০ সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস: ১৪ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
advertisement
২২৩২২ হুল এক্সপ্রেস : ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
advertisement
২২৩২১ হুল এক্সপ্রেস : ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
১৩০৪৬ ময়ূরাক্ষী এক্সপ্রেস : ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
১৩০৪৫ ময়ূরাক্ষী এক্সপ্রেস : ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
আরও পড়ুন West Burdwan News : কুকুর মারতে হাতে বন্দুক তুলে নিলেন বৃদ্ধ! তুলকালাম কাণ্ড , সিসিটিভি বন্দি ঘটনা!
এসবের পরিপ্রেক্ষিতে যাত্রীদের যাতে অসুবিধা না হয় তার জন্য সিউড়ি থেকে অন্ডাল এবং অন্ডাল থেকে সিউড়ি একটি বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে রেলের তরফ থেকে। রেল সূত্রে জানা যাচ্ছে যতদিন হুল এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেনগুলি বাতিল থাকবে ততদিন এই বিশেষ ট্রেনটি অন্ডাল থেকে ছাড়বে দুপুর ১২ঃ০০ টায়। অন্যদিকে এই ট্রেনটি সিউড়ি থেকে অন্ডালের দিকে রওনা দেবে দুপুর ২ টার সময়।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Train Time: সিউড়ি থেকে অন্ডাল বিশেষ ট্রেন, দেখে নিন সময়সূচী
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement