Malda News: আরবি খেজুর ফলছে উত্তরবঙ্গে, রইল লাভজনক এই চাষের হদিশ

Last Updated:

আরাবিয়ান খেজুরের বর্তমান বাজার মূল্য ৫০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত। এই গাছ এক বার নিয়ে আসলে আর চারা গাছের সমস্যা নেই । গাছের পাশে থেকে নতুন চারা গাছ তৈরি হয়।

+
আরবিয়ান

আরবিয়ান খেজুর চাষ মালদহে

#মালদহ: বরেন্দ্রভূমিতে আরবিয়ান খেজুর চাষ করে বিকল্প চাষের নজির মালদহের বামোনগোলা ব্লকের অরিন্দম রায়। বামোনগোলা ব্লকের অধিকাংশ কৃষি জমিতে আমন ধান চাষ ভাল হয়। সেই মাটিতে বিদেশি খেজুর চাষ করে লাভের আসায় আরিন্দমবাবু। ইতিমধ্যে বেশ কিছু গাছে খেজুর ফলতে শুরু করেছে। আর তাতেই খুশি জেলার প্রথম বিদেশি খেজুর চাষী। নিয়মিত যত্ন সহকারে গাছের পরিচর্যা করে চলেছেন তিনি।
আমের জন্য বিখ্যাত মালদহ জেলা। এবার আমের জেলার বামনগোলা ব্লকের কৃষকদের উপার্জনের নতুন দিশা দেখাচ্ছে আরবিয়ান খেজুরের চাষ ।মালদহের পাকুয়াহাট এলাকায় খিরিপাড়ার বাসিন্দা অরিন্দম রায়। ইউটিউবে দেখে নিজের জমিতে আরবিয়ান খেজুর চাষের ইচ্ছে হয়‌। তিনি দেখেছে বাংলাদেশ এই আরবিয়ান খেজুর সফল ভাবে চাষ হচ্ছে। তাই মালদহে চাষ সম্ভব বলে মনে করেন তিনি।
advertisement
আরও পড়ুন West Burdwan News : কুকুর মারতে হাতে বন্দুক তুলে নিলেন বৃদ্ধ! তুলকালাম কাণ্ড , সিসিটিভি বন্দি ঘটনা!
এই নিয়ে তিনি বিভিন্ন ভাবে যোগাযোগ করে গুজরাট ও রাজস্থানে। ভারতে এই দুই জায়গায় এই খেজুর চাষ হছে বলে জানতে পারেন তিনি। যোগাযোগ করে রাজস্থান থেকে তিনশো পিস খেজুর গাছের চারা নিয়ে আসেন।প্রায় আট বিঘা জমিতে সেই গাছ লাগিয়েছে দুই বছর পার হতেই গাছে খেজুর ধরতে শুরু করেছে। এই খেজুর রং লাল এছাড়াও দুই তিন প্রজাতির খেজুর হয়।এই আরাবিয়ান খেজুরের বর্তমান বাজার মূল্য ৫০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত।
advertisement
advertisement
এই গাছ এক বার নিয়ে আসলে আর চারা গাছের সমস্যা নেই । গাছের পাশে থেকে নতুন চারা গাছ তৈরি হয়।একবার গাছ লাগানোর পরে দুই এক বার করে গাছের চার পাশে গোবর সার দিয়ে দিলে ভাল হয়।এই খেজুর থেকে লাভের পরিমান অনেকটাই খরচ একবার করতে হবে। গাছের খেজুর ফলতে শুরু করতেই খুশি অরিন্দম বাবু। কারণ তিনি মালদাহের মাটিতে খেজুর চাষ করে আপাতত সফল। শুধু দেশে নয় বিদেশের বাজারেও চাহিদা রয়েছে বিদেশি এই খেজুরের।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: আরবি খেজুর ফলছে উত্তরবঙ্গে, রইল লাভজনক এই চাষের হদিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement