TRENDING:

Howrah News: কোটি কোটি টাকা জলে! ফুলেশ্বরের দোতলা বাজার আজ ক্রেতা বিক্রেতা শূন্য

Last Updated:

কোটি টাকা ব্যয়ে নির্মিত মাছ বাজার, অতিরিক্ত সুবিধা থাকার সত্বেও এখন ক্রেতা বিক্রেতা শূন্য! কারণ কি ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: কোটি টাকা ব্যয়ে নির্মিত মাছ বাজার, অতিরিক্ত সুবিধা থাকাসত্বেও এখন ক্রেতা বিক্রেতা শূন্য! কারণ কি ?
advertisement

জাতীয় মৎস্য উন্নয়ন পর্ষদ ও রাজ্য দফতরেরআর্থিক সহযোগিতায় দ্বিতল মাছ বাজার টি নির্মিত হয়, বছর তিনেক হল। ফুলেশ্বর ১১ ফটকমাছ বাজার, প্রতিদিন সকাল সন্ধ্যা ক্রেতা বিক্রেতায় ভরে ওঠে বাজার। উলুবেরিয়া বনস্পতি খালের উপর ১১ ফটক ব্রিজ, ব্রিজের মাঝখান বরাবর রাস্তা তার দুই ধার মাছ ব্যবসায়ীদের দখলে। এক সময় অল্প সংখ্যক মাছ বিক্রেতা থাকলেও ধীরে ধীরে মাছ বিক্রেতার সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে কাঁচা সবজি ও অন্যান্য জিনিসের পসরাও বসেছে। একদিকে উলুবেড়িয়া শহর অপরদিকে ফুলেশ্বর রেল স্টেশন ও বাসস্টপ,ফলে দিন দিন যানজট বেড়ে চলছিল ব্রিজ ও রাস্তা জুড়ে।

advertisement

আরও পড়ুন - ছাত্রীর শ্লীলতাহানির অভি‌যোগ, শিক্ষককে বেঁধে বেধড়ক মার হাওড়ায়

সেইদিক গুরুত্ব রেখে যানজট মুক্ত করতে মাছ ব্যবসায়ীদের স্থানান্তরিত করার চিন্তাভাবনা। উলুবেরিয়া পৌরসভার উদ্যোগে ১১ ফটক ব্রীজের অদূরেই প্রায় ১২,৭৫০ স্কয়ার ফুট এলাকা জুড়ে ২ কোটি ৪৪ লক্ষ টাকা ব্যয়ে দ্বিতল মাছ বাজার তৈরি হয়। নিচের তলায় খুচরো বিক্রেতাদের জন্য এবং একতলায় পাইকারী বাজার। বিভিন্ন সুযোগ-সুবিধা বিশিষ্ট বিশাল মাছ বাজার, খুচরো মার্কেটে ১৩৩ স্টল তৈরি করা হয়, সেই স্টল নিতে আগ্রহী বিক্রেতা হাজির হন প্রায় ১৫০ জন ব্যবসায়ী আবেদন পত্র জমাদেন। তবে ১৩৩ টি স্টল ১৩৩ জন ব্যবসায়ীকেই দেওয়া হয়।

advertisement

সম্পূর্ণরূপে মাছ বাজারের কাজ শেষ হবার পরেও কয়েক মাস লেগে যায় চালু হতে, সে সময় বাজার চালুর দাবিতে সোচ্চার হয় সাধারন মানুষ ও ব্যবসায়ী। অবশেষ চালু হয় প্রতীক্ষিত মাছ বাজার। শতাধিক মাছ বিক্রেতা এক ছাদের তলায়, নব নির্মিত মাছ বাজারে চালু হলো মাছের বাজার। সুব্যবস্থা থাকার সত্বেও কয়েক মাস চলতে না চলতেই মাছ বাজার ছেড়ে ব্যবসায়ীরা ১১ ফটক ব্রিজে এসেই মাছ বিক্রি করতে শুরু করে।

advertisement

আরও পড়ুন - উলুবেড়িয়ায় মৎস্যজীবীর জালে উঠল বিশাল ইলিশ, দাম ৮০০০ টাকা!

তারপরে ফলে পুনরায় যানজট রাস্তা জুড়ে, ব্যবসায়ীরা এ বিষয়ে জানান, মাছ বাজার গিয়ে দারুন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরা, তার কারণ মাছ বাজারে মেলেনি পর্যাপ্ত খরিদ্দার। দিনের পর দিন মাছ নষ্ট হয়েছে। এক একজন জন ব্যবসায়ী হাজার হাজার টাকা লোকশান করেছে বলে জানায় তারা। তাই বাধ্য হয়ে পুরনো জায়গাতেই ফিরে এসেছেন। অন্যদিকে সাধারণ পথ চলতি মানুষ ও ব্যবসায়ীদের সমস্যা সমাধানে তৎপর উলুবেরিয়া পৌরসভা, পৌরসভার চেয়ারম্যান অভয় দাস এ প্রসঙ্গে জানান, ব্যবসায়ীদের সমস্যা সমাধান এবং মাছ বাজারে বরফ কলের ব্যবস্থা করে পুনরায় দ্রুত বাজারে চালু করার উদ্যোগ নিচ্ছে উলুবেরিয়া পৌরসভা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: কোটি কোটি টাকা জলে! ফুলেশ্বরের দোতলা বাজার আজ ক্রেতা বিক্রেতা শূন্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল