জানা গিয়েছে, অন্য দিনের মতোই বুধবার গঙ্গায় মাছ ধরতে বেরিয়েছিলেন তপন প্রামাণিক। উলুবেড়িয়ার বাউরিয়া এলাকা থেকে তপনবাবুর জালে আড়াই কিলো সাইজের একটি ইলিশ ওঠে। তারপরই মাছটিকে নিয়ে ফুলেশ্বররের ১১ ফটকের সান্ধ্যকালীন মাছ বাজারে নিয়ে যান তপন বাবু। বাজারজুড়ে ক্রেতা বিক্রেতার মধ্যে সাড়া ফেলে দেয় ওই বৃহদ আকারের ইলিশ। (রিপোর্ট-- রাকেশ মাইতি)
মাছটি কিনে নেন ফুলেশ্বর ১১ ফটকের মাছ ব্যবসয়ী নেপাল পাখিরা। তার পর মাছ ব্যবসায়ী নেপাল পাখিরার দোকানে আড়াই (২.৫) কেজির ইলিশটিকে দেখতে বেশ কিছু উৎসুক মানুষ ভিড় জমান সেখানে। বাজারে অনেকেই ওই মাছ কিনতে আগ্রহ দেখান। ইলিশ মাছটি তিন হাজার দুইশো (৩২০০) টাকা কেজি দরে বিক্রি হয় বলে জানা গিয়েছে। (রিপোর্ট-- রাকেশ মাইতি)