Howrah News: ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষককে বেঁধে বেধড়ক মার হাওড়ায়
Last Updated:
গ্রামীণ হাওড়ার আমতায় এক ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষক, শিক্ষককে বেঁধে বেধড়ক মার। (Howrah News)
#হাওড়া: গ্রামীণ হাওড়ার আমতায় এক ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষক। শিক্ষককে বেঁধে বেধড়ক মার। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতা থানার পূর্ব গাজীপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব গাজীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বরূপ মাইতি দীর্ঘদিন ধরে সরকারি নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে পূর্ব গাজীপুর এলাকায় টিউশন পড়ান।
অভিযোগ, মঙ্গলবার বিকেলে স্বরূপ মাইতির কাছে পড়তে আসেন ওই এলাকারই বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। অভিযোগ, ছুটির পর অন্য পড়ুয়ারা বাড়ি ফিরে গেলেও ওই ছাত্রীকে কোচিং সেন্টারে বসিয়ে রাখেন শিক্ষক স্বরূপ মাইতি। শিক্ষক স্বরূপ মাইতি ওই ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বাড়ি ফিরে ছাত্রীটি তার পরিবারকে সমস্ত বিষয় জানায়। বিষয়টি এলাকায় জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ছাত্রীর পরিবার ও স্থানীয় মানুষ।
advertisement
আরও পড়ুন: জমির বিনিময়ে গরু? অনুব্রতর পাচার-পদ্ধতি খুঁজতে গিয়ে আকাশ থেকে পড়ছে সিবিআই!
ওই স্কুল শিক্ষকের বাড়িতে চড়াও হন স্থানীয়রা। অভিযুক্ত শিক্ষককে বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ। পুলিশ এসে বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্ত শিক্ষককে আহত অবস্থায় উদ্ধার করে। অভিযুক্ত শিক্ষককে চিকিৎসার জন্য আমতা হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: অনুব্রত-সহ ১০ জনের অ্যাকাউন্টের তথ্য জানতে ৬ ব্যাঙ্কে নজর সিবিআইয়ের, মিলতে পারে কোটি কোটি টাকা!
ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীটির পরিবারের তরফে ইতিমধ্যেই আমতা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। আপাতত আহত শিক্ষকের চিকিৎসা চলছে আমতা হাসপাতালে।
advertisement
রাকেশ মাইতি
Location :
First Published :
August 18, 2022 2:41 PM IST