TRENDING:

Howrah News: অস্বাভাবিক ঘটনা! টোটোর ধাক্কায় ভেঙে পড়ল রেলগেট! 

Last Updated:

Howrah News: টোটোর ধাক্কায় ভেঙে পড়ল রেলগেট, অস্বাভাবিক এ ঘটনা ঘটে গেল হাওড়ারএকটি ব্যস্ততম রেল গেটে, জানা যায় একটি মালবাহী টোটো রেলগেট পার হবার সময় এই বিপত্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাকেশ মাইতি, হাওড়া: টোটোর ধাক্কায় ভেঙে পড়ল রেলগেট-অস্বাভাবিক এ ঘটনা ঘটে গেল হাওড়ার রামরাজাতলা স্টেশনের রেলগেটে। জানা যায় একটি মালবাহী টোটো রেলগেট পার হবার সময় এই বিপত্তি। এর কারণে সোমবার সকালে দুর্ভোগে পড়ল বহু পথচলতি মানুষ। ভাঙা স্থান দিয়ে কোনওরকমে হেঁটে পারাপার করেন মানুষ। কিন্ত মুহূর্তে যানবাহনের লম্বা লাইন লেগে যায় রাস্তার উপর। ঘটনার জেরে ব্যাহত হয় রেল চলাচলও।
টোটোর ধাক্কায় ভেঙে পড়ল রেলগেট
টোটোর ধাক্কায় ভেঙে পড়ল রেলগেট
advertisement

তবে সাধারণ মানুষকে নাজেহালমুক্ত করতে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করা হয়। ভেঙে যাওয়া রেলগেট দ্রুততার সঙ্গে সারাইয়ের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। কিছুক্ষণ পর শুরু হয় রেলগেটে স্বাভাবিক চলাচল। রেলগেটের দু দিকের মহিয়ারি রোডে যান চলাচল স্বাভাবিক হতে যাত্রীরা রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাল। মূলত মালবাহী টোটোর ধাক্কায় ভেঙেছিল এই রেলগেট। আর তার ফলে নাজেহাল হতে হয় সাধারণ যাত্রীদের ।

advertisement

আরও পড়ুন :  রোজা পালনের মধ্যেই হিন্দু বৃদ্ধাকে রক্ত দিলেন মুর্শিদাবাদের তরুণী

View More

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

ঘটনাটি ঘটেছিল সোমবার সকাল প্রায় সাড়ে এগারোটার নাগাদ। হাওড়া খড়গপুর ডিভিশনালের দক্ষিন পূর্ব রেল শাখার রামরাজাতলা স্টেশনে। জানা গিয়েছে রেলগেট পড়ে যাবার সময় তাড়াতাড়ি করে ওই টোটো পার হওয়ার চেষ্টা করে। সেই সময় হঠাৎই ওই রেলগেটে টোটো আটকে ভেঙে যায়। তারপর হাওড়ার মহিয়ারি রোডে রামরাজাতলা স্টেশনে রেলগেটের দু পাশের সমস্ত গাড়ি দাঁড়িয়ে যায়। সেই মুহূর্তে চরম নাজেহাল হন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেলের আধিকারিকরা ও ইঞ্জিনিয়ার। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে জগাছা থানার পুলিশ। তবে রেলকর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই রেলগেট সারানো হয়। তারপর যান চলাচল স্বাভাবিক ছন্দে ফেরে।

advertisement

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: অস্বাভাবিক ঘটনা! টোটোর ধাক্কায় ভেঙে পড়ল রেলগেট! 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল