Nadia News: রোজা পালনের মধ্যেই হিন্দু বৃদ্ধাকে রক্ত দিলেন মুর্শিদাবাদের তরুণী
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Nadia News: এই খবর শুনে তেহট্ট মহকুমা হাসপাতালে এসে রক্ত দেন মুরশিদা খাতুন। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ এলাকায়।
মৈনাক দেবনাথ, তেহট্ট: চলছে রমজান মাস। এই মাসেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রোজা রাখেন। তারপর সন্ধ্যেবেলা চলে তাদের ইফতারের পর্ব।এমন সময়েই নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে রোজা পালনের মধ্যেই এক বৃদ্ধাকে রক্ত দিলন তরুণী। মুরশিদা খাতুন নামে ওই তরুণী কৃপাময়ী মণ্ডল নামে এক হিন্দু বৃদ্ধাকে রক্ত দিয়ে মানবিকতার বার্তা দিলেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কৃপাময়ী দেবী এ মাসের ২৩ তারিখ থেকে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি আছেন। তাঁর অ্যানিমিয়া আছে। তাঁর রক্তের হিমোগ্লোবিন এর মাত্রা সাড়ে সাত। তাঁর তাড়াতাড়ি রক্তের দরকার হয়ে পড়ে। এই খবর শুনে তেহট্ট মহকুমা হাসপাতালে এসে রক্ত দেন মুরশিদা খাতুন। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ এলাকায়।
advertisement
আরও পড়ুন : বলদের বদলে টোটো দিয়ে চলছে ঘানি! বের হচ্ছে তেল! ঘানির মালিকের ইঞ্জিনিয়ারিং নজর কেড়েছে সকলের
তবে বর্তমানে তিনি কর্মসূত্রে কালীগঞ্জ থানার পানিঘাটা এলাকায় থাকেন। তিনি রোজা পালন করছিলেন। কিন্তু এক বৃদ্ধার রক্ত লাগবে বলে তিনি সেই অবস্থায় এসেই ওই বৃদ্ধাকে রক্ত দিলেন। মুরশিদা খাতুন বলেন, ‘‘ মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। তাই যখন শুনলাম তেহট্ট মহকুমা হাসপাতালে বি নেগেটিভ রক্তের দরকার এক বৃদ্ধার, কোনও রকম ভাবনাচিন্তা না করে এদিন সকালে ছুটে আসি।’’ এর পরই মুরশিদা খাতুনের প্রশংসায় পঞ্চমুখ চিকিৎসক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 27, 2023 5:59 PM IST







