তাও আবার শিক্ষক দিবসের এই বিশেষ দিনে। বাটি হাতে ভিক্ষা করছেন খোদ শিক্ষকরাই ! এ কেমন সময়? মানুষ তৈরির কারিগরের এমন দশা। মঙ্গলবারের বৃষ্টিকে উপেক্ষা করে দুপুরে এই দৃশ্য দেখা যায় হাওড়া স্টেশন লাগোয়া হাওড়া বাস স্ট্যান্ডে। রাজ্যের বঞ্চনার প্রতিবাদে সরকারি স্কুলের অস্থায়ী কারিগরি বিষয়ের শিক্ষকরা। এই প্রতীকী প্রতিবাদ দেখান। আরও জানা গিয়েছে, রাজ্যের কয়েকশো সরকারি স্কুলে কারিগরি শিক্ষা বিষয়ে পড়ান চুক্তিবদ্ধ অস্থায়ী শিক্ষকরা।
advertisement
আরও পড়ুন: জন্মাষ্টমীতে তুলসি পাতা ব্যবহার করুন এই নিয়মে! শ্রীকৃষ্ণের দয়ায় ফিরবে ভাগ্য!
তারা কারিগরি শিক্ষা দফতরের অধীনে স্বাস্থ্য, ইনফরমেশন টেকনোলজি এবং কম্পিউটার নিয়ে শিক্ষাদান করেন। বাইরের এজেন্সিতে তাদের নিয়োগ হলেও এইসব শিক্ষকরা পড়ান সরকারি স্কুলে। শিক্ষকদের সংগঠন ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এর সদস্যরা। মঙ্গলবার হাওড়া বাসস্ট্যান্ডে ও বাসে বাটি হাতে ভিক্ষা করেন। সঙ্গে দুটো ছাগল নিয়ে আসেন। তাদের অভিযোগ দীর্ঘদিন তারা কোন বেতন পাচ্ছে না। এর পাশাপাশি এজেন্সির অধীনে কাজ করার কারণে তারা কোন সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে না । তাদের স্থায়ীকরণ করা হচ্ছে না। এরই প্রতিবাদে তারা প্রতীকী প্রতিবাদ করেন।
রাকেশ মাইতি