TRENDING:

Howrah News: মহিলাদের স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ, চলছে জুয়েলারি তৈরির প্রশিক্ষণ

Last Updated:

বর্তমান রাজ্য সরকার পুরুষদের পাশাপাশি মহিলাদেরও স্বনির্ভর করতে বিশেষভাবে উদ্যোগী, মহিলাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি সরকারি নানা কর্মকান্ডে তাদের শামিল করা, গ্রামাঞ্চলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা হাতে তৈরি জিনিস তৈরিতে উদ্যোগী সরকার আবার সরকারি বিভিন্ন কর্মকাণ্ডে যেমন স্কুলের পোশাক বা গ্রামীণ সম্পদ কর্মীদের পোশাক তৈরীর দায়িত্ব স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : বর্তমান রাজ্য সরকার পুরুষদের পাশাপাশি মহিলাদেরও স্বনির্ভর করতে বিশেষভাবে উদ্যোগী, মহিলাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি সরকারি নানা কর্মকান্ডে তাদের শামিল করা, গ্রামাঞ্চলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা হাতে তৈরি জিনিস তৈরিতে উদ্যোগী সরকার আবার সরকারি বিভিন্ন কর্মকাণ্ডে যেমন স্কুলের পোশাক বা গ্রামীণ সম্পদ কর্মীদের পোশাক তৈরীর দায়িত্ব স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে। মহিলাদের শামিল করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বিন করে তোলার চেষ্টা। প্রত্যন্ত গ্রামাঞ্চলের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ইতিমধ্যেই সরকারি উদ্যোগে ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে।
advertisement

বর্তমানে প্রায় প্রতিটি ব্লকে সরকারি ভাবে সারা বছর জুড়ে নানা বিষয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হতে দেখা যায় মহিলাদের নিয়ে। এবার সেই পথেই হাঁটল গ্রামীণ হাওড়ার আমতা-২ ব্লকের বেতাই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় বেতাই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের উদ্যোগে শুরু হল ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ শিবির। সমিতি সূত্রে জানা গেছে, আগামী ১৫ দিন ধরে সমিতির ট্রেনিং হলে সমিতির স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যস্যাদের জাঙ্ক জুয়েলারী তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে।

advertisement

আরও পড়ুনঃ আধুনিক সমাজে গীতার গুরুত্ব নিয়ে উলুবেড়িয়া কলেজে আন্তর্জাতিক সেমিনার

সোমবার এই প্রশিক্ষণ শিবিরের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা-২ ব্লকের সমবায় পরিদর্শক অর্ণব ভারতী, সমিতির দায়িত্বপ্রাপ্ত বিশেষ আধিকারিক মদন ভড়, বিশিষ্ট সমবায়ী ফকিরদাস গায়েন, সমিতির ম্যানেজার দেবব্রত কর্মকার সহ অন্যান্যরা। বেতাই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ম্যানেজার দেবব্রত কর্মকার জানান, মেয়েদের হাতেকলমে কাজ শিখিয়ে তাদের স্বনির্ভর করে তুলতেই এহেন উদ্যোগ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: মহিলাদের স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ, চলছে জুয়েলারি তৈরির প্রশিক্ষণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল