Howrah News: আধুনিক সমাজে গীতার গুরুত্ব নিয়ে উলুবেড়িয়া কলেজে আন্তর্জাতিক সেমিনার
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
বিশ্বের প্রাচীন ধর্মগ্রন্থগুলির মধ্যে অন্যতম শ্রীমদ্ভগবদ্গীতা, গীতা ভগবানের বাণী যে বাণী অনুসরণ করে আমরা সঠিক পথে অর্থাৎ মানুষ চলতে পারে জীবনের নির্ভুল পথে, আর এই গ্রন্থ অবলম্বন করেছেন এ ভারত ভূমির গুণী সন্তানেরা, জীবনের দিক নির্দেশক।
#হাওড়া : বিশ্বের প্রাচীন ধর্মগ্রন্থগুলির মধ্যে অন্যতম শ্রীমদ্ভগবদ্গীতা, গীতা ভগবানের বাণী যে বাণী অনুসরণ করে আমরা সঠিক পথে অর্থাৎ মানুষ চলতে পারে জীবনের নির্ভুল পথে, আর এই গ্রন্থ অবলম্বন করেছেন এ ভারত ভূমির গুণী সন্তানেরা, জীবনের দিক নির্দেশক। গান্ধীজী, লোকমান্য তিলক কিংবা ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণপ্রায় প্রত্যেকেই গীতার মাহাত্ম্যে অনুপ্রাণিত হয়েছেন। ধীরে ধীরে সময় বদলেছে, ব্যস্ত হয়েছে মানব জীবন। পাল্টেছে মানুষের জীবনযাত্রার রীতিনীতি। তবে সে যুগ থেকে বর্তমান ব্যস্ত জীবনেও গীতার কতটা প্রভাব রয়েছে, দৈনন্দিন জীবনে গীতার গুরুত্বই বা কতটা তা নিয়েই আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হল উলুবেড়িয়া কলেজে।
সোমবার সকালে উলুবেড়িয়া কলেজে সংস্কৃত বিভাগ ও আইকিউএসির উদ্যোগে এই আন্তর্জাতিক সেমিনারটি অনুষ্ঠিত হল। সেমিনারে প্রধান বক্তা হিসাবে অংশ নিয়েছিলেন পুরীর শ্রী জগন্নাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক বিকে সোয়াইন, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ দেবাশিস পাল, প্রখ্যাত সংস্কৃত ব্যক্তিত্ব পন্ডিত ইন্দ্রাণী রামপ্রসাদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক কমল কুমার মিশ্রা সহ অন্যান্যরা।
advertisement
আরও পড়ুনঃ কোনও কলেরই মুখ নেই! অনর্গল বেরিয়ে যাচ্ছে জল! বেহুঁশ প্রশাসন
বক্তারা তাঁদের বক্তব্যের মধ্য দিয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের কাছে বর্তমান সমাজে ও জীবনে গীতার গুরুত্বের কথা তুলে ধরেন। উলুবেড়িয়া কলেজের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হেমন্ত ত্রিপাঠী জানান, যুবরাই আমাদের দেশ ও জাতির অগ্রগতির অগ্রদূত। তাদের সঠিক পথে চালনা করতে তথা আধুনিক সমাজে গীতার প্রভাব যে কতটা সুদূরপ্রসারী তা পড়ুয়াদের তুলে ধরতেই এই আন্তর্জাতিক সেমিনারের আয়োজন।
advertisement
advertisement
Rakesh Maity
view commentsLocation :
First Published :
December 12, 2022 8:20 PM IST