Howrah News: কোনও কলেরই মুখ নেই! অনর্গল বেরিয়ে ‌যাচ্ছে জল! বেহুঁশ প্রশাসন

Last Updated:

জল ছাড়া জীবন বাঁচে না, তাই জলের অপর নাম জীবন। জল অপচয় বন্ধ করতে সরকারিভাবে প্রচার, ব্যানার পোস্টার প্রায় সর্বত্র। পাশাপাশি এই জল অপচয় বন্ধ করতে মাঠে নেমেছে বহু স্বেচ্ছাসেবী সংগঠনও।

+
title=

#হাওড়া : জল ছাড়া জীবন বাঁচে না, তাই জলের অপর নাম জীবন। জল অপচয় বন্ধ করতে সরকারিভাবে প্রচার, ব্যানার পোস্টার প্রায় সর্বত্র। পাশাপাশি এই জল অপচয় বন্ধ করতে মাঠে নেমেছে বহু স্বেচ্ছাসেবী সংগঠনও। কথা মতো ব্যানার পোস্টার সচেতনতার বার্তা রয়েছে, তবে সেই প্রচারই যেন সার! অনর্গল পানীয় জলের কলের মুখ থেকে বেরিয়ে পড়ছে জল, দিনে একাধিকবার দীর্ঘক্ষণ ধরে পানীয় জল নষ্ট আবার ঘটনা পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রান্তে।
এমনকি খোদ পঞ্চায়েত অফিসের দোরগোড়ায় এই একই ঘটনা যেখানে সকাল সন্ধা, টাইমে জলে এলে, জল অপচয়ের ঘটনা। সাধারণ মানুষের অভিযোগ এ বিষয়ে নিয়মিত ব্যবস্থা গ্রহণ করা হয় না পঞ্চায়েতের পক্ষ থেকে, তার জেরে এরূপ ঘটনা। তবে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতার অভাব রয়েছে। অনেকাংশে জলের গুরুত্ব বুঝেও জল অপচয়ে লাগাম টানতে এগিয়ে আসেনি কেউ।
advertisement
আরও পড়ুনঃ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বিভিন্ন কর্মসূচি এবং প্রতিযোগিতা
এ প্রসঙ্গে স্থানীয় মানুষ পঞ্চায়েত প্রশাসনকে দোষারোপ করছে, আবার অন্যদিকে স্থানীয় এক আশা কর্মী তিনি জানান, সাধারণ মানুষকেই এই জল অপচয় বন্ধ করার কাজে এগিয়ে আসতে হবে। তার সঙ্গে সুর মেলান অনেকেই। উলুবেরিয়া-২ ব্লকের বাসুদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জল অপচয় হবার ঘটনা। সাধারণ মানুষ যেমন প্রশাসনকে দুষছে অন্যদিকে পঞ্চায়েত সমিতির সদস্য মৃণাল মাইতি জানান, প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করা হলেও সাধারণ মানুষের মধ্যে অসচেতনতার ছাপ রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দামোদর মেলায় হাজির পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা
একাংশের মানুষ দুষ্টুমি করে কলের স্টপার নষ্ট করে দেয় বলেই তিনি জানিয়েছেন। কিভাবে জল অপচয় বন্ধ করা যায় সে বিষয়ে গুরুত্ব আরো বেশি করে দেওয়া হবে। এই জল অপচয় বন্ধ করতে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এখন দেখার বিষয় কত দিনে জল অপচয় বন্ধ হয় ওই এলাকায়।
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: কোনও কলেরই মুখ নেই! অনর্গল বেরিয়ে ‌যাচ্ছে জল! বেহুঁশ প্রশাসন
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement