Howrah News: দামোদর মেলায় হাজির পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
বন্যপ্রাণ রক্ষায় বর্তমানে প্রচার চালাচ্ছে সকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। আর হাওড়া জেলা জুড়ে পরিবেশ রক্ষা ও বন্যপ্রাণ রক্ষা করতে মাঠে দাঁড়িয়ে থেকে লড়াই করে চলেছে হাওড়া জেলার অন্যতম পরিবেশ সংগঠন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ।
#হাওড়া : বন্যপ্রাণ রক্ষায় বর্তমানে প্রচার চালাচ্ছে সকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। আর হাওড়া জেলা জুড়ে পরিবেশ রক্ষা ও বন্যপ্রাণ রক্ষা করতে মাঠে দাঁড়িয়ে থেকে লড়াই করে চলেছে হাওড়া জেলার অন্যতম পরিবেশ সংগঠন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ। জেলার যেকোন জায়গায় পরিবেশ বাঁচাতে ছুটে চলেছে এই সংগঠনের ছোট বড় সদস্য। গভীর রাত কিম্বা ভরা দুপুর কোনো সময়েই থেমে নেই। কখনো বিষধর সাপ গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার, কখনো আবার রাজ্য প্রাণী বাঘরোল রক্ষায় সচেতনতার প্রচার নিয়ে।
আবার কখনো শব্দ দূষণের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদের সুর। আর এবার পরিবেশ রক্ষায় আমতার রসপুরে শুরু হওয়া ৩১ তম দামোদর মেলায় হাজির এই পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা, এই মেলায় পরিবেশ রক্ষার্থে মানুষকে সচেতন করতে স্টল দিলো হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ। যে স্টলের মাধ্যমে পরিবেশ রক্ষার নানা দিক মানুষের কাছে প্রচার চালাচ্ছে সংগঠনের কর্মীরা।
advertisement
আরও পড়ুনঃ বাঁকুড়ার যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হাওড়ায়! মৃত্যু ঘিরে রহস্য
পাশাপাশি পরিবেশে বন্যপ্রাণকে কিভাবে রক্ষা করা হবে তা নিয়েও মেলায় আসা মানুষের মধ্যে প্রচার চালাচ্ছে এই সংগঠনের কর্মীরা। মূলত মেলায় সমাগম ঘটে বহু মানুষের আর তাই মানুষের কাছে পরিবেশ রক্ষার আরও বেশি বার্তা যাতে পৌঁছে যায় তার জন্যই তাদের এই উদ্যোগ বলে জানা যায়। শুধু তাই নয়, নদী মার্তিক আমতা ও তার পার্শ্ববর্তী এলাকার স্থানীয় সাধারন মানুষের থেকে সারাও মিলছে বেশ ভালো। এমনটাই দাবি হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যের।
advertisement
advertisement
Rakesh Maity
view commentsLocation :
First Published :
December 09, 2022 1:18 PM IST