TRENDING:

Howrah News: চোখের সামনেই রকমারি পদ! ঘরের কাছে হওয়া এই বিশেষ উৎসবের কথা কি জানেন

Last Updated:

Howrah News: সংগঠনের মহিলা সদস্যদের হাতে তৈরি নানা স্বাদ ও রকমের লাচ্ছা এবং সিমাই থাকছে উৎসবে। হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা আসেন নিজেদের হাতে তৈরি সিমাই ও লাচ্ছা নিয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: অভিনব ভাবনায় সিমাই ও লাচ্ছা উৎসব! সেই উৎসবে হাজির কবি, সাহিত্যিক, শিল্পী, সমাজকর্মী ও সকল স্তরের মানুষ। ইলিশ উৎসব, আম উৎসব, খাদ্য উৎসবের মতো বিষয়গুলি কমবেশি সকলের কাছে পরিচিত। কিন্তু সিমাই ও লাচ্ছা উৎসব একেবারে অনন্য উদ্যোগ। এই ভাবনা সারা ভারত জরিকল্যাণ সমিতির। এমন উৎসবের সঙ্গে পরিচিত নয় মানুষ। সারা ভারত জরি উন্নয়ন সমিতির উদ্যোগে সৌভাতৃত্ব ও সম্প্রিতির বার্তা দেওয়ার উদ্দেশ্যে লাচ্ছা ও সিমাই উৎসব পাঁচলা ধুলোরবাঁধে।
advertisement

সংগঠনের মহিলা সদস্যদের হাতে তৈরি নানা স্বাদ ও রকমের লাচ্ছা এবং সিমাই থাকছে উৎসবে। হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা আসেন নিজেদের হাতে তৈরি সিমাই ও লাচ্ছা নিয়ে। এমনকি সুদূর দক্ষিণ ২৪ পরগনা থেকে আসেন নুর আইসা ও তানজিলা বেগম। নুর নিজে হাতে তৈরি করেন কিমামী সিমাই এবং তানজিলা সরু সিমাই তৈরি করে নিয়ে আসেন।

advertisement

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ফের আবহাওয়া বদল! তাপপ্রবাহে হাঁসফাঁস করবে বাংলা? লেটেস্ট ওয়েদার আপডেট!

আরও পড়ুন: তল্লাশিতেই রেহাই নয়, এবার তাপসকে তলব সিবিআই-এর! সাঁড়াশি ফাঁসে তৃণমূল বিধায়ক?

View More

এ বার এই সিমাই ও লাচ্ছা উৎসব দ্বিতীয় বর্ষে। গত বছরের থেকে আরও সমৃদ্ধ এ বারের উৎসব। মশলা সিমাই, গড়গড়া সিমাই, শুকনো সিমুই, জব দানা সিমাই, পোলাও সিমাই, সরু সিমাই, খের খুরমা সিমাই, কিমামী সিমাই, নারকেল দুধের সিমাই ও মোটা সিমাই, ছিল নানা ধরনের সম্ভার। পাশাপাশি সুগারের রোগীদের জন্য রয়েছে নোনতা সিমাই। মোট ১২ রকমের সিমাই এবং পাঁচ রকমের লাচ্ছ পাওয়া গিয়েছে এই উৎসবে।

advertisement

উৎসবে আসা সকলেই সাধুবাদ জানিয়েছেন উদ্যোগকে। উদ্যোক্তা মুজিবর রহমান মল্লিক জানান, এই উৎসবে ভাল সাড়া মিলেছে। তিনি দাবি করেন,  এমন উৎসব সারা বিশ্বে কোথাও হয়নি। সৌভ্রাতৃত্ব এবং সম্প্রীতির মেলবন্ধনে এই উৎসবের আয়োজন। আগামী দিনে এই উৎসবে আরও বৃহৎ আকারে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: চোখের সামনেই রকমারি পদ! ঘরের কাছে হওয়া এই বিশেষ উৎসবের কথা কি জানেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল