CBI summons Tapas Saha: তল্লাশিতেই রেহাই নয়, এবার তাপসকে তলব সিবিআই-এর! সাঁড়াশি ফাঁসে তৃণমূল বিধায়ক?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Arpita Hazra
Last Updated:
কলকাতা: তেহট্টর তৃণমূল বিধায়ক দাবি করেছিলেন, তাঁর বাড়িতে তল্লাশিতে কিছুই পায়নি সিবিআই। তল্লাশির নিটফল জিরো। কিন্তু শুধুমাত্র তল্লাশিতেই তেহট্টের বিধায়ককে রেহাই দিচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামিকালই তাপস সাহাকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ গতকালই তৃণমূল বিধায়ককে এই সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে৷
অন্য দিকে তাপস সাহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে এবার নজর ইডি-রও৷ সিবিআইয়ের এফআইআরের সূত্র ধরেই তাপসের বিরুদ্ধে মামলা রুজু করা হতে পারে বলে ইডি সূত্রে খবর৷
সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে বিপুল পরিমাণ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে তাপস সাহার বিরুদ্ধে তদন্তে নেমেছে সিবিআই৷ গত শুক্রবার বিধায়কের তেহট্টের বাড়িতে হানা দেয় সিবিআই৷
advertisement
advertisement
প্রায় ১৫ ঘণ্টা ধরে তল্লাশি চলে সেখানে৷ বিধায়কের মোবাইল এবং বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়৷ বেঙ্গালুরুতে তাপস সাহার ছেলের ফ্ল্যাটেও হানা দেয় সিবিআই৷ তাপস সাহার বাড়িেত তল্লাশির পর তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়াল এবং তেহট্টেরই বিধায়ক ঘনিষ্ঠ এক তৃণমূল নেত্রীর বাড়িতেও তল্লাশি চালান সিবিআই গোয়েন্দারা৷
advertisement
সিবিআই তল্লাশি শেষে তাপস সাহা দাবি করেছিলেন, দলেরই একাংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন৷ চাকরি দেওয়ার প্রতিশ্রুিত দিয়ে তিনি কোনও টাকা নেননি বলেও জোর গলায় দাবি করেছেন তেহট্টের তৃণমূল বিধায়ক৷
ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের তিন বিধায়ক গ্রেফতার হয়েছেন৷ তাপসও যে সহজে সিবিআই-এর নজর থেকে মুক্তি পাচ্ছেন না, তা বিধায়ককে তলবের সিদ্ধান্তেই স্পষ্ট হয়ে গেল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2023 11:02 AM IST