Recruitment Scam | Ayan Sil: অয়ন শীলের থেকে এবার যা খোঁজ পেল ইডি, মাথায় হাত সকলের! নতুন তলবে ঘুরে যাবে সবকিছু?
- Published by:Raima Chakraborty
- Written by:Arpita Hazra
Last Updated:
Recruitment Scam | Ayan Sil: বিপুল সম্পত্তি নিয়োগ দুর্নীতির টাকাতেই? অয়ন শীলের সঙ্গে যোগ পাওয়া গেল আরও এক মহিলার।
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত অয়ন শীলের আরও প্রচুর ফ্ল্যাটের সন্ধান পেল ইডি। এর পাশাপাশি ইমন গঙ্গোপাধ্যায়কে চলতি সপ্তাহে তলব করতে চলেছে ইডি। জানা গিয়েছে, ইমন অয়নের ছেলে অভিষেকের ব্যবসার সঙ্গে যুক্ত। আর্থিক লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে।
অয়ন শীলের ষোলোটি ফ্ল্যাট রয়েছে বলে দাবি ইডির। গত এক সপ্তাহে আরও আটটি ফ্ল্যাটের কথা জানতে পেরেছেন ইডির তদন্তকারীরা। এর মধ্যে বেশিরভাগ সম্পত্তিই রয়েছে হুগলিতে। ইডির দাবি, অয়নের নিজের নামে এবং আত্মীয়দের নামে কোটি কোটি টাকায় ফ্ল্যাট কিনেছেন অয়ন। এছাড়াও, অয়নের নামে-বেনামে প্রায় পঞ্চাশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে বলে ইডি সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন: অয়ন-শ্বেতার হোয়াটস অ্যাপ চ্যাটে বড়সড় নাম! ইমোজি ব্যবহার, চমকে ওঠার মতো ঘটনা
অয়ন-ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী এবং অয়নের সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডের কর্মীদের নামে খোলা হয়েছিল অ্যাকাউন্ট। সোমবারই অয়নের সংস্থার গাড়ি চালক ও এক কর্মীকে তলব করা হয়েছে। তাদের বয়ান রেকর্ড করা হবে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের বিপুল সম্পত্তির হদিশ পেল ইডি। ইডি সূত্রে খবর, অয়নের বিপুল সম্পত্তি নিয়োগ দুর্নীতির টাকাতেই। পাশাপাশি, এবার ইমন গঙ্গোপাধ্যায়কে তলব করতে চলেছে ইডি।
advertisement
advertisement
আরও পড়ুন: উপহারে অয়নের থেকে কী পেয়েছিলেন শ্বেতা! চমকে উঠবেন শুনলে! দেখুন সেই ভিডিও
ইমনকে চলতি সপ্তাহে তলব করা হবে বলে দাবি ইডির। নিয়োগ দুর্নীতির টাকায় বিশাল সম্পত্তির মালিক অয়ন শীল। তার কোথায় কী রয়েছে, তার হদিশ পেতে এবার অয়নের ছেলে অভিষেকের পরিচিত ইমন গঙ্গোপাধ্যায়কে তলব করল ইডি। কারণ ইডি সূত্রে খবর, অয়নের ছেলের সংস্থায় যৌথ অংশীদারী রয়েছে ইমনের। তাঁর বাবা পুর ও নগরোন্নয়ন দফতরের আমলা। সেক্ষেত্রে প্রভাব খাটিয়ে কোনও কাজ করা হয়েছিল কি না, জানতে চায় ইডি।
advertisement
এর পাশাপাশি, অয়নের আয় বা বিপুল সম্পত্তির সম্পর্কে ইমন কিছু জানেন কি না, তাও জানতে চান ইডির তদন্তকারী অফিসাররা। অন্যদিকে, পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এফআইআর করল সিবিআই। হাই কোর্টের নির্দেশের পরেই এই এফআইআর করা হয়। এফআইআর জমা পড়ে আলিপুর আদালতে। অয়ন শীল ও অন্যান্যদের নামে এফআইআর করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
advertisement
অর্পিতা হাজরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2023 7:10 PM IST