তিল চাষের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা রয়েছে। জানাচ্ছেন কৃষকরা, যে সময়টা জমি ফাঁকা থাকে সেই সময় তিলের চাষ হয়। তিল গাছের গোরা সহ শিকড় এবং পাতা চাষের জমির উর্বরতা বাড়ায়। পাইকারি বাজারে তিলের চাহিদাও রয়েছে বেশ। সরষে বা সরষে থেকে পাওয়া তেলের দাম একটু বেশি। তবে তিলের অধিক ফলনে লাভের মুখ দেখে কৃষকরা। তাতে লাভের পরিমাণ বেশি থাকে চাষিদের।
advertisement
আরও পড়ুন: পাঙ্খিয়া কী জানেন? রোদ-বৃষ্টি থেকে বাঁচাতে পারে এই জিনিস! দারুণ সস্তা!
পাইকারি তিলের চাহিদা যেমন রয়েছে। দামও মন্দ নয়, কেজি প্রতি তিলের দাম ৬০ থেকে ৭০ টাকা পাওয়া যায়।কৃষক বাবলু মণ্ডল ও গোপাল মণ্ডল জানান, ত্রিফলা জমিতে তিল চাষ করা সম্ভব। সহজেই তিল চাষ হয় জমিতে। তবে তিল চাষের জমি তৈরি করাটাই আসল কাজ। নরম বেলে মাটিতে তিলের চাষ হয় ভাল। ভাল করে মাটি খুসে নেওয়ার পর বীজ ছড়ানো। আগাছা মুক্ত জমি তিল চাষের আদর্শ। আরও জানান, তিলের তেল, সরষের তেলের থেকে তুলনামূলক হালকা। সরষের তেল যেমন বহুদিন রাখা সম্ভব। তিলের তেল খুব বেশি রাখা যায় না। তবে তিল মজুদ রেখে প্রয়োজন মতো তেল তৈরি করে ব্যবহার করা যায়।
রাকেশ মাইতি