এবারও হাওড়ার শিল্পালয়গুলিতে প্রস্তুতি রয়েছে। তবে পুরনো সেই বাজার আর নেই বলেই জানালেন অভিজ্ঞ শিল্পীরা। গত কয়েক বছর হল সেভাবে লাভ পাওয়া যাচ্ছেনা প্রতিমা তৈরিতে। ফলে নতুন করে এই শিল্পে আগ্রহ দেখাচ্ছে না নতুন প্রজন্ম। শিল্প অলাভজনক হওয়ার ফলে ক্রমশ হতাশ হয়ে পড়েছেন তারা। বড় ধাক্কা আসে করোনা সময় থেকে। সে সময় প্রতিমার বরাতই ছিল না।
advertisement
আরও পড়ুন ঃ হাওড়া থেকে যাত্রায় ভোগান্তি, শনি ও রবিবার কোন কোন ট্রেন বাতিল, দেখে নিন বড় খবর
তবে বর্তমানে বরাত থাকলেও কাঁচা মালের দাম বৃদ্ধিতে সমস্যা বেড়েছে।প্রতিমা তৈরিতে মূল উপাদান মাটি। মাটি আমাদিনেতে নানা সমস্যা। সেই দিক থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মাটির দাম। তাছাড়া রঙ সহ প্রতিমার সাজের দাম বৃদ্ধিও মাথা ব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে। জিনিস পত্রের দাম বৃদ্ধি হলেও সেভাবে দাম বাড়ছে না প্রতিমার।
হাওড়ার প্রতিমা শিল্পী গৌরব পাল জানান, আমরা প্রতিমা শিল্পীরা সব দিক থেকে কোণঠাসা হয়ে পড়েছি। শিল্পীদের মজুরী বেড়েছে। প্রতিমা তৈরির সমস্ত কাঁচা জিনিসের দাম বাড়ছে। কিন্তু সেই তুলনায় প্রতিমার দাম বাড়াতে পারছিনা। প্রতিমার বর্ধিত দাম দিতে নারাজ পুজো উদ্যোক্তারা। গৌরব বাবু আরও জানান, এর জন্য আমাদের মতো শিল্পীরাই দায়ী। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পেরে অনেক শিল্পালয় প্রায় বন্ধের মুখে।
রাকেশ মাইতি