Howrah News: হাওড়া থেকে যাত্রায় ভোগান্তি, শনি ও রবিবার কোন কোন ট্রেন বাতিল, দেখে নিন বড় খবর
- Reported by:RAKESH MAITY
- news18 bangla
- Published by:Uddalak B
Last Updated:
Howrah News: মেরামতি ও রক্ষণাবেক্ষণ এর কাজের জেরে শনি ও রবিবার একাধিক ট্রেন বাতিল এবং রুট সংক্ষিপ্তর নির্দেশিকা রেলের
হাওড়া: মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জেরে শনি ও রবিবার একাধিক ট্রেন বাতিল এবং রুট সংক্ষিপ্তর নির্দেশিকা রেলের। মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য বাতিল বহু ট্রেন। শনিবার ও রবিবার এই দুই দিন রেলের তরফ থেকে একাধিক ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। হাওড়া ডিভিশনে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ! উত্তর থেকে দক্ষিণ, তুমুল বৃষ্টির পূর্বাভাস… মাঠে মারা যাবে ‘উইকেন্ড’?
মেরামতির ও রক্ষণাবেক্ষণ কাজের জেরে একাধিক শাখায় ট্রেন চলাচল ব্যাহত হবে। ট্রেন বাতিলের পাশপাশি বহু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে। এই মেরামতি কাজের ফলে হাওড়া ডিভিশনের একাধিক শাখায় প্রভাব পড়বে। ব্যহত হবে একাধিক শাখার ট্রেন চলাচল।
advertisement
advertisement
দুদিনের এই মেরামতি কাজের ফলে ট্রেন রুট সংক্ষিপ্ত এবং ট্রেন বাতিলের ফলে স্বাভাবিক ভাবে ভোগান্তি বাড়বে যাত্রীদের। জানা যায়, শনিবার প্রায় ২২টি লোকাল ও রবিবার ২৫টি লোকাল বাতিল করা হয়েছে। হাওড়া বর্ধমান মেন ও কর্ড শাখায়, হাওড়া ব্যান্ডেল নৈহাটি শাখায়, কাটোয়া আজিমগঞ্জ শাখায় এবং খানা গুমানি শাখায় এই মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে ৪টি এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে আরও প্রায় ১৬টি ট্রেনের।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 22, 2023 6:13 PM IST









