Rain Alert: বঙ্গোপসাগরে নিম্নচাপ! উত্তর থেকে দক্ষিণ, তুমুল বৃষ্টির পূর্বাভাস... মাঠে মারা যাবে 'উইকেন্ড'?
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Rain Alert: ২৪ শে জুলাই সোমবার নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। তার জেরে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
advertisement
২৪ শে জুলাই সোমবার নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। তার জেরে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি যেমন থাকবে, অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৫ মিলিমিটার।
advertisement
আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মুম্বই, কঙ্কন, গোয়া, গুজরাতে। জম্মু-কাশ্মীর, রাজস্থান, উত্তরাখণ্ড, বিদর্ভ অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তেলেঙ্গানা ও ইয়ানামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামী কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কঙ্কন ও গোয়া, উত্তরাখণ্ড, রাজস্থান, বিদর্ভ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সৌরাষ্ট্র, কচ্ছ, তেলেঙ্গানা, কর্ণাটক, ওড়িশা ও গুজরাত রাজ্যে।
advertisement