TRENDING:

Howrah News: খোলা আকাশের নিচে চলছে গ্রামীণ হাসপাতাল! ভয়াবহ অবস্থা দেউলপুরে

Last Updated:

একসময় এই গ্রামীণ হাসপাতালে ডেলিভারি সহ নানা অসুখের চিকিৎসা হত। সেই সময় এই হাসপাতালে ১০ টি শয্যাও ছিল। প্রয়োজনে সেখানে ভর্তি হতে পারতেন রোগীরা। কিন্তু বর্তমানে এই হাসপাতাল দাঁড়িয়েছে প্রশ্নচিহ্নের মুখে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: বৈশাখের কাঠফাটা রোদ বা ভরা বর্ষা, খোলা আকাশের নিচেই চলে এই স্বাস্থ্য কেন্দ্র। বর্ষার বৃষ্টিতে ভিজতে ভিজছে বা কাঠফাটা রোদে পুড়তে পুড়তেই নিজেদের রোগ নিরাময়ের উপায় খোঁজেন দেউলপুরের মানুষ। কারণ ভগ্নদশা দেউলপুর গ্রামীণ হাসপাতালের সংস্কার না হওয়ায় আজ আর মাথার উপর ছাদ নেই। তাই এভাবেই কোনরকমে চলছে স্বাস্থ্য কেন্দ্রটি।
advertisement

দেউলপুর গ্রামীণ হাসপাতালের উপর নির্ভর করে থাকেন দেউলপুর জয়রামপুর, বলরামপুর, জুজারসাহা, গোন্ডলপাড়া, জলালসি, বহরিয়া, গঙ্গাধরপুর, কুশোডাঙা সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ। একসময় এই গ্রামীণ হাসপাতালে ডেলিভারি সহ নানা অসুখের চিকিৎসা হত। সেই সময় এই হাসপাতালে ১০ টি শয্যাও ছিল। প্রয়োজনে সেখানে ভর্তি হতে পারতেন রোগীরা। কিন্তু বর্তমানে এই হাসপাতাল দাঁড়িয়েছে প্রশ্নচিহ্নের মুখে। দীর্ঘদিন বন্ধ রয়েছে অন্তর্বিভাগ পরিষেবা। এই গ্রামীণ হাসপাতাল আবার কবে পুরনো অবস্থায় ফিরে যাবে তারই অপেক্ষায় এলাকার মানুষ।

advertisement

আরও পড়ুন: সাইবেরেরিয়ার তুন্দ্রা বিন দেখতে রায়গঞ্জে ছুটে আসছেন পর্যটকরা

যদিও দেউলপুরের মানুষের সেই অপেক্ষাই যেন সার। সময় পার হলেও অন্তর্বিভাগ চালু হওয়ার কোনরকম হেলদোল নেই। বর্তমানে শুধুমাত্র আউটডোর চালু আছে। তবে তার পরিষেবা নিয়েও বিস্তর সমস্যা। চিকিৎসা পরিষেবা নিতে আসা মানুষদের অভিযোগ, রোদ-বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে পরিষেবা নিতে হয়। বেশিরভাগ সময় চিকিৎসকরা খোলা মাঠের মধ্যে বসে রোগী দেখেন। বর্ষার সময় এই সমস্যা আরও বেড়ে যায়। ওই গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরাও সমস্যার কথা মেনে নিয়েছেন। তাঁরা জানিয়েছেন, বিষয়টি বারবার প্রশাসনকে জানালেও সমস্যার কোন‌ও সমাধান হয়নি। তবে দেউলপুরের পঞ্চায়েত প্রধান শিখা বাগ দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: খোলা আকাশের নিচে চলছে গ্রামীণ হাসপাতাল! ভয়াবহ অবস্থা দেউলপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল