Uttar Dinajpur News: সাইবেরেরিয়ার তুন্দ্রা বিন দেখতে রায়গঞ্জে ছুটে আসছেন পর্যটকরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
Last Updated:
রায়গঞ্জের এই জলাশয়ে বিভিন্ন প্রজাতির রাজহাঁসের দেখা পাওয়া যায়। কিন্তু এই বছর হঠাৎ করে বিরল প্রজাতির 'তুন্দ্রা বিন' রাজহাঁস চলে এসেছে। যা নিয়ে উচ্ছ্বসিত পক্ষী বিশেষজ্ঞরা।তাঁরা বলছেন, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে গ্রেল্যাগ প্রজাতির রাজহাঁসরা প্রায় সময়ই ভারতে আসে। কিন্তু তুন্দ্রা বিন প্রজাতির রাজহাঁসের দেখা মিলত কালেভদ্রে। এবার সেই বিরল প্রজাতির রাজহাঁসেরই ঝাঁকে ঝাঁকে দেখা মিলছে এই দিঘিতে।
উত্তর দিনাজপুর: রায়গঞ্জে নতুন অতিথির আগমন। আর তাদের দেখতেই প্রতিদিন ভিড় জমছে পানিশালা এলাকার দীপরাজা দিঘিতে। এই নতুন অতিথি হল সাইবেরিয়ার বিরল প্রজাতির রাজহাঁস। যার নাম তুন্দ্রা বিন গুস। তাদের দেখতেই ছুটে আসছে সকলে।
বহু বছর ধরে রায়গঞ্জের এই জলাশয়ে বিভিন্ন প্রজাতির রাজহাঁসের দেখা পাওয়া যায়। কিন্তু এই বছর হঠাৎ করে বিরল প্রজাতির 'তুন্দ্রা বিন' রাজহাঁস চলে এসেছে। যা নিয়ে উচ্ছ্বসিত পক্ষী বিশেষজ্ঞরা।তাঁরা বলছেন, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে গ্রেল্যাগ প্রজাতির রাজহাঁসরা প্রায় সময়ই ভারতে আসে। কিন্তু তুন্দ্রা বিন প্রজাতির রাজহাঁসের দেখা মিলত কালেভদ্রে। এবার সেই বিরল প্রজাতির রাজহাঁসেরই ঝাঁকে ঝাঁকে দেখা মিলছে এই দিঘিতে।
advertisement
advertisement
তুন্দ্রা বিন রাজহাঁস দেখার জন্য উত্তর দিনাজপুর জেলার গণ্ডি ছাড়িয়ে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে পক্ষীপ্রেমী ও পর্যটকরা রায়গঞ্জে ছুটে আসছেন বলে জানান ডিএফও দাওয়া শেরপা। গ্রামের জলাশয়ে বিরল প্রজাতির পাখির দেখা মেলায় উচ্ছ্বসিত স্থানীয়রাও। এই দিঘিতে হামেশাই বিভিন্ন রাজহাঁস ও পাখির আনাগোনা লক্ষ করা যায়। তাঁরা চাইছেন ওই জলাশয়টিতে পাখিদের দেখাশোনার নির্দিষ্ট ব্যবস্থা করুক বন দফতর। পাশাপাশি এই দিঘির আশেপাশে পর্যটকদের বসার জন্য ব্যবস্থা করা হোক।
advertisement
মৃন্ময় বসাক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2023 11:13 AM IST
