Uttar Dinajpur News: সাইবেরেরিয়ার তুন্দ্রা বিন দেখতে রায়গঞ্জে ছুটে আসছেন পর্যটকরা

Last Updated:

রায়গঞ্জের এই জলাশয়ে বিভিন্ন প্রজাতির রাজহাঁসের দেখা পাওয়া যায়। কিন্তু এই বছর হঠাৎ করে বিরল প্রজাতির 'তুন্দ্রা বিন' রাজহাঁস চলে এসেছে। যা নিয়ে উচ্ছ্বসিত পক্ষী বিশেষজ্ঞরা।তাঁরা বলছেন, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে গ্রেল্যাগ প্রজাতির রাজহাঁসরা প্রায় সময়‌ই ভারতে আসে। কিন্তু তুন্দ্রা বিন প্রজাতির রাজহাঁসের দেখা মিলত কালেভদ্রে। এবার সেই বিরল প্রজাতির রাজহাঁসের‌ই ঝাঁকে ঝাঁকে দেখা মিলছে এই দিঘিতে।

+
title=

উত্তর দিনাজপুর: রায়গঞ্জে নতুন অতিথির আগমন। আর তাদের দেখতেই প্রতিদিন ভিড় জমছে পানিশালা এলাকার দীপরাজা দিঘিতে। এই নতুন অতিথি হল সাইবেরিয়ার বিরল প্রজাতির রাজহাঁস। যার নাম তুন্দ্রা বিন গুস। তাদের দেখতেই ছুটে আসছে সকলে।
বহু বছর ধরে রায়গঞ্জের এই জলাশয়ে বিভিন্ন প্রজাতির রাজহাঁসের দেখা পাওয়া যায়। কিন্তু এই বছর হঠাৎ করে বিরল প্রজাতির 'তুন্দ্রা বিন' রাজহাঁস চলে এসেছে। যা নিয়ে উচ্ছ্বসিত পক্ষী বিশেষজ্ঞরা।তাঁরা বলছেন, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে গ্রেল্যাগ প্রজাতির রাজহাঁসরা প্রায় সময়‌ই ভারতে আসে। কিন্তু তুন্দ্রা বিন প্রজাতির রাজহাঁসের দেখা মিলত কালেভদ্রে। এবার সেই বিরল প্রজাতির রাজহাঁসের‌ই ঝাঁকে ঝাঁকে দেখা মিলছে এই দিঘিতে।
advertisement
advertisement
তুন্দ্রা বিন রাজহাঁস দেখার জন্য উত্তর দিনাজপুর জেলার গণ্ডি ছাড়িয়ে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে পক্ষীপ্রেমী ও পর্যটকরা রায়গঞ্জে ছুটে আসছেন বলে জানান ডিএফও দাওয়া শেরপা। গ্রামের জলাশয়ে বিরল প্রজাতির পাখির দেখা মেলায় উচ্ছ্বসিত স্থানীয়রাও। এই দিঘিতে হামেশাই বিভিন্ন রাজহাঁস ও পাখির আনাগোনা লক্ষ করা যায়। তাঁরা চাইছেন ওই জলাশয়টিতে পাখিদের দেখাশোনার নির্দিষ্ট ব্যবস্থা করুক বন দফতর। পাশাপাশি এই দিঘির আশেপাশে পর্যটকদের বসার জন্য ব্যবস্থা করা হোক।
advertisement
মৃন্ময় বসাক
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Uttar Dinajpur News: সাইবেরেরিয়ার তুন্দ্রা বিন দেখতে রায়গঞ্জে ছুটে আসছেন পর্যটকরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement