আবীর ঘোষাল, কলকাতা: জানুয়ারি মাসে প্রশাসনিক বৈঠকের পরে আজ, শুক্রবার ফের নিজের লোকসভা কেন্দ্রে অনুষ্ঠান করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের চড়িয়ালে আবার যাচ্ছেন এলাকার সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার সেখানে একটি নতুন সেতু উদ্বোধন করবেন সাংসদ।
আজকের অনুষ্ঠানে ডায়মন্ড হারবারের সব বিধায়কেরও উপস্থিত থাকার কথা। গত জানুয়ারিতেই নিজের কেন্দ্রে প্রশাসনিক সভা করেছিলেন অভিষেক। পঞ্চায়েত ভোটের আগে আজ ফের নিজের লোকসভা কেন্দ্রে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার বিকেল চারটে নাগাদ বজবজ বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত চড়িয়াল খালের উপর নতুন সেতুর উদ্বোধন করবেন অভিষেক ।
আরও পড়ুন-অ্যাডিনোভাইরাস ইস্যুতে এবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক বিজেপির যুব মোর্চার
এই নয়া সেতুটি পূজালি এবং বজবজ এই দুই পুরসভার মধ্যে সংযোগ রক্ষা করবে। আগে সেতুটি ছোট আকারে ছিল। সেটি সংস্কার করে তৈরি হয়েছে নতুন সেতু। নতুন এই সেতু আরও চওড়া। আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, বজবজের বিধায়ক অশোক দেব, মহেশতলার বিধায়ক দুলাল দাস, ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, বিষ্ণুপুরের বিধায়ক মোহন নস্কর এবং ফলতার বিধায়ক শঙ্কর নস্কর। এ ছাড়াও পূজালি এবং বজবজ পুরসভার পুরপ্রধানদেরও হাজির থাকার কথা এই অনুষ্ঠানে।
গত জানুয়ারিতে নোদাখালিতে প্রশাসনিক সভা করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তার পর আজ ১০ মার্চ আবার নিজের কেন্দ্রে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, চলতি মাসেই অভিষেকের আরও একটি প্রশাসনিক সভা হওয়ার কথা ডায়মন্ড হারবারে।এর আগে দুই প্রশাসনিক বৈঠকে অভিষেক জানিয়েছিলেন, কোনও কাজ ফেলে রাখা যাবে না ৷ সমস্ত কাজ দ্রুত শেষ করতে হবে। যে যে কাজ আটকে রয়েছে, নির্দিষ্ট সময়ে পরিকল্পনা করে সেই কাজ সেরে ফেলতে হবে। বিশেষ করে জল প্রকল্প ও রাস্তা নিয়ে দ্রুত কাজ শেষ করতে বলেছিলেন ৷ আজকে সেরকমই একটা নতুন সেতুর উদ্বোধন করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশের পরে এই প্রথম কোনও অনুষ্ঠানে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তিনি কী বলেন, সকলের নজর সেদিকেই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।