এই বিষয়ের সত্যতা যাচাই করতে গত সোমবার বেলা ১১ টা ৪৫ মিনিট ও গত মঙ্গলবার বেলা ১২ টা দুপুর ১ টা পর্যন্ত ওই পোস্ট অফিসের সামনে থেকে নিউজ ১৮ লোকালের প্রতিনিধি। কিন্তু তখনও বন্ধ ছিলো সংশ্লিষ্ট ওই রঘুদেবপুর পোস্ট অফিসটি। পোস্ট অফিস বন্ধ থাকার কারণে বহু গ্রাহক ফিরে যায় ওই পোস্ট অফিসে টাকা তোলা সহ পোস্ট অফিস সংক্রান্ত নানা পরিষেবা নিতে আসা মানুষ। শুধু তাই নয় কারোর আধার কার্ড তো কারোর প্যান কার্ড এসে পড়ে রয়েছে ওই পোস্ট অফিসে গ্রাহকরা জানান তা সংগ্রহ করতে একাধিকবার আসতে হয়।
advertisement
আরও পড়ুনঃ দীর্ঘদিন নেই বিজ্ঞান বিভাগের শিক্ষক! ক্রমশ ছাত্রীর সংখ্যা কমছে বিদ্যালয়ে
পোস্ট অফিস বন্ধের কারণ জানতে চেয়ে আমরা যোগাযোগ করি ওই পোস্ট অফিসটির ঊর্ধ্ব থাকা পাঁচলা ব্রাঞ্চ অফিসের পোস্ট মাস্টারের সঙ্গে। তিনি বলেন, পোস্ট অফিসটি ঠিক কি কারণে বন্ধ তা তিনি জানেন না। তবে তিনি পোস্ট অফিসটি বন্ধ ও অনিয়মের বিষয়ে মঙ্গলবার গ্রাহকদের থেকে অভিযোগ পেয়েছেন। তিনি আরও বলেন, গ্রাহকদের বলেছি লিখিত দিতে। পাশাপাশি তিনি আরও বলেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন।
Rakesh Maity