বর্তমান সময়ে যেভাবে নেতা কর্মীদের নাম দুর্নীতিতে জড়িয়ে পড়ছে তার জেরে নেতাদের প্রতি মানুষের ধারণা খুব একটাও ভাল নয়। তবে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এদিনের এই কর্মকাণ্ড। পরিবেশ বাঁচাতে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে সিপিআইএম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক পরিবেশকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে ছিলেন। তা সাধারণ মানুষের কাছে এক অন্য বার্তা। সমস্ত রাজনৈতিক দলের বার্তা একটাই, আগে পরিবেশ। এই পৃথিবীর আকাশ বাতাস দূষণমুক্ত থাকলে তবেই প্রাণ থাকবে। সেই দিক থেকে গুরুত্বপূর্ণ হল পরিবেশের উপর নজর দেওয়া।
advertisement
আরও পড়ুন- রাতারাতি এ কী হল বিদ্যালয়ে! চক্ষু চড়কগাছ স্থানীয়দের, ভুগছেন আশঙ্কায়
আরও পড়ুন: ১০ বছর পর ৬ ঘণ্টা ‘মুক্তি’, ঢাকুরিয়ার বাড়িতে মায়ের কাছে কী কী খেলেন দেবযানী?
পরিবেশকে দূষণমুক্ত করতে সকলকে সজাগ থাকতে হবে। পরিবেশকর্মী এবং জগৎবল্লভপুরের রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মীদের।চারিদিক রাজনৈতিক দলগুলির পতাকায় ঢেকে পড়ছে। তবে তার উলটপুরাণ হাওড়ার জগৎবল্লভপুরে। বামপন্থী, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বা কর্মীরা একযোগে দিচ্ছে পরিবেশ রক্ষার বার্তা। দলীয় পতাকা হাতে চারা গাছ লাগিয়ে সবুজ গড়ার লক্ষ্যে শুরু হল অভিযান।এ প্রসঙ্গে পরিবেশকর্মী শুভ্রদীপ ঘোষ এবং মানস মন্ডল জানান, পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন দাবি থাকে মানুষের। সেই তালিকার মধ্যে পরিবেশ রক্ষা বা পরিবেশ সুরক্ষিত রাখার বিষয়টিও ভাবী পঞ্চায়েতের শাসকদের দৃষ্টি আকর্ষণ করতেই এই উদ্যোগ।
রাকেশ মাইতি