আজাদি কা অমৃত মহোৎসব! ভারতবর্ষে স্বাধীনতার ৭৫ বছর পালন হয়েছিল দেশজুড়ে। স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষ্যে পাঁচ টাকা, দশ টাকা ও কুড়ি টাকার কয়েনের মধ্যে পতাকার ছবি রাখা হয়েছিল। সেই সমস্ত কয়েনও স্থান পেয়েছে তাঁর সংগ্রহে। স্বাধীন ভারতবর্ষের পতাকা কয়েন যেমন তিনি রেখেছেন, পাশাপাশি পরাধীন ভারতবর্ষেও নানা পতাকা কয়েন রয়েছে ইন্দ্রনাথ বাবুর সংগ্রহে।
advertisement
আরও পড়ুন: খরচ কম, লাভ বেশি! শীতে গাঁদা ফুল চাষ করলেই হবেন মালামাল, জানুন বিস্তারিত
আরও পড়ুন: বাড়িতে শৌচাগার আছে? দরজায় কড়া নেড়ে জিজ্ঞাসা করছেন জেলাশাসক!
এ প্রসঙ্গে সংগ্রাহক ইন্দ্রনাথ বাড়ুই জানান, স্বাধীনতার ৭৫ বর্ষ উৎযাপন। দেশের প্রধানমন্ত্রীর পতাকার প্রতি প্রেম। আরও বেশি করে উৎসাহ যুগিয়েছে এই পতাকা কয়েন সংগ্রহতে। তিনি আরও জানান, কয়েনের মধ্য দিয়ে যেমন ইতিহাসকে জানা। সেই সঙ্গে কয়েনে পতাকার মধ্য দিয়ে মানুষের পতাকা প্রেম জাগবে বলেই তিনি মনে করেন। ইন্দ্রনাথ বাবুর সংগ্রহে স্থান পেয়েছে পঞ্চাশ পয়সা, এক টাকা, দু টাকা, পাঁচ টাকা, দশ টাকা এবং কুড়ি টাকার পতাকা কয়েন।
রাকেশ মাইতি