Marigold Cultivation: খরচ কম, লাভ বেশি! শীতে গাঁদা ফুল চাষ করলেই হবেন মালামাল, জানুন বিস্তারিত
- Reported by:SARTHAK PANDIT
- hyperlocal
- Published by:Sayani Rana
Last Updated:
দেখতে সুন্দর ও বাজারে প্রচুর চাহিদা রয়েছে শীতকালীন এই গাঁদা ফুলের। এই ফুল চাষ করলে আর্থিকভাবে অনেকটাই স্বনির্ভর হতে পারবেন। শীতকালীন ফুল হলেও এই ফুলের বারোমাস চাহিদা থাকে বাজারে।
কোচবিহার: শীত পড়তেই বহু এলাকার চাষিরা এই ফুল চাষ শুরু করেছেন। দেখতে সুন্দর ও বাজারে প্রচুর চাহিদা রয়েছে শীতকালীন এই গাঁদা ফুলের। এই ফুল চাষ করলে আর্থিকভাবে অনেকটাই স্বনির্ভর হতে পারবেন। শীতকালীন ফুল হলেও এই ফুলের বারোমাস চাহিদা থাকে বাজারে।
এই ফুল ঘর সাজানোর কাজ থেকে শুরু করে পুজোর কাজে লাগে। বর্তমান সময়ে এই ফুল চাষ করে আর্থিক লাভের মুখ দেখছেন কোচবিহার জেলার এক চাষি। এটি চাষ করতে ব্যয় হয় খুবই কম। তবে লাভ পাওয়া যায় অনেকটাই বেশি। তাই কৃষকদের জন্য এই ফুল চাষ করা অত্যন্ত লাভদায়ক।
advertisement
advertisement
কোচবিহার জেলার গাঁদা ফুল চাষি পিন্টু বর্মন জানান, “এই ফুল চাষ করতে খুব একটা বেশি সময় লাগে না। এছাড়াও খাটনি ও খরচ দুটোই হয় অন্যান্য চাষের থেকে অনেকটাই কম। তবে এই ফুলের রোগব্যাধি দেখতে পাওয়া যায়। তাই কৃষকদের এই রোগব্যাধির সম্পর্কেও বিস্তারিত জানতে হবে। এই গাঁদা ফুল গাছের ধ্বসা রোগ দেখতে পাওয়া যায়। এই রোগ হলে ফুলের গোঁড়া গুলি পচে যায়। তাই এই ফুল গাছের রোগ প্রতিরোধ করার জন্য উপযুক্ত সময়ে উপযুক্ত কীটনাশক এবং সার ব্যবহার করতে হবে। তা হলেই এই গাছের রোগের থেকে মুক্তি মিলবে। এছাড়াও ফুল ফুটবে বেশ ভাল পরিমাণে।”
advertisement
তিনি আরও জানান, গাঁদা কোচবিহারের বিভিন্ন দোকান গুলিতে পাইকারি সরবরাহ করেন। পাইকারি কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা দামে বিক্রি করেন। আবার এই ফুল খুচরও বিক্রি করে থাকেন তিনি। তখন মালা বানিয়ে এক একটি মালা ৩০ থেকে ৩৫ টাকা দামে বিক্রি হয়। তবে এই ফুল চাষের ক্ষেত্রেই কৃষি দফতরের সহায়তা নেওয়া একান্তভাবে প্রয়োজন। নাহলে উপযুক্ত সময়ে উপযুক্ত কীটনাশক এবং সার ব্যবহার করতে পারবেন না কৃষকেরা। তবে অন্যান্য চাষে ব্যবহার করা সার এই চাষেও ব্যবহার করা যায়। বিশেষ বেগুন চাষের ব্যবহার করা কীটনাশক ব্যবহার করা হয় এই চাষে। কৃষকরা এই রোগ গুলোর উপর বিশেষভাবে নজর রাখতে পারলে অধিক মুনাফা পাবেন।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 20, 2023 10:59 AM IST









