অভিযোগ, অন্যান্য দিনের মতোই বুধবার রাতে বাড়িতে এসে বাবার সঙ্গে ঝামেলা করে কুমারেশ। তবে এদিনের এই ঘটনা যে এতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে তা মোটেও আন্দাজ করতে পারেনি এলাকার মানুষ। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় কুমারেশের বাবার নিথর দেহ।
আরও পড়ুন: আর নয় লাঠিতে জব্দ, একটু সতর্ক এবং ধৈর্য থাকলেই প্রাণ বাঁচবে বিষধর সাপের
advertisement
আরও পড়ুন: সিপিআইএমের বড় চাল! হাওড়ায় প্রার্থী দীপিকা ধর, পরিচয় জানলে চমকে উঠবেন
অভিযোগ, রাতেই কোনও কিছু দিয়ে বাবা তপন মন্ডলকে থেঁতলে খুন করেছে ছেলে কুমারেশ মন্ডল। সকালে তা জানাজানি হতেই বাড়ি থেকে পালাতে চেষ্টা করে কুমারেশ। কিন্তু সেই চেষ্টা বৃথা কুমারেশকে ধরে ফেলে স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজাপুর থানার পুলিশ। পুলিশের হাতে কুমারেশকে তুলে দেন স্থানীয়রা। ঠিক কী কারণে এই খুন? কী ভাবে বাবা তপন মন্ডল খুন। কেনই বা খুন করল ছেলে সেবিষয়ে এখনও কিছু স্পষ্ট করে জানা যায়নি।
রাকেশ মাইতি